শেষ আপডেট: 1st February 2025 13:17
দ্য ওয়াল ব্যুরো : শনিবার (১ ফেব্রুয়ারি) ইন্ডিয়ান সুপার লিগে মিনি ডার্বি ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচটা মেরিনার্সদের কাছে অতটাও কঠিন হবে না। কারণ প্রতিপক্ষের নাম মহমেডান সুপার জায়ান্ট। একদিকে লিগ টেবিলের শীর্ষে রাজত্ব করছে সবুজ-মেরুন ব্রিগেড। অন্য়দিকে, লাস্ট বয়ের তকমা নিয়ে আপাতত ধুঁকছে ব্ল্যাক প্যান্থার্সরা। তবে আশা করা হচ্ছে, কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে।
এখনও পর্যন্ত ১৮ ম্যাচ খেলে মোহনবাগান ৪০ পয়েন্ট সংগ্রহ করেছে। আর সেই সুবাদে তারা লিগ টেবিলের শীর্ষে শাসন করছে। সেকারণে তারা চাইবে শনিবাসরীয় ম্যাচে মহমেডানকে হারিয়ে যেন তিন পয়েন্ট সংগ্রহ করতে পারে। তাহলে দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধান হয়ে যাবে।
অন্যদিকে, মহমেডান স্পোর্টিং ক্লাব আপাতত আইএসএল টুর্নামেন্টে নিজেদের অস্তিত্ব সংকটে ভুগছে। ১৭ ম্যাচে তারা মাত্র ১১ পয়েন্ট সংগ্রহ করেছে। এরমধ্যে মাত্র ২ ম্যাচই তারা জিতছিল। আর পাঁচটা ম্যাচ ড্র করেছে। কিন্তু, ফুটবলার এবং কোচিং স্টাফদের বেতন নিয়ে ইতিমধ্যে সাদা-কালো শিবিরে অশান্তির আবহ তৈরি হয়েছে।
সম্প্রতি দলের হেড কোচ আন্দ্রে চেরনিশভ ইস্তফাপত্র জমা দিয়েছিলেন। অভিযোগ করেছিলেন যে গত তিন মাস ধরে তিনি কোনও স্যালারি পাননি। এরপর কর্মকর্তাদের অনুরোধে এই রাশিয়ান কোচ নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। তবে শোনা যাচ্ছে, মোহনবাগান ম্যাচে নাকি দলের সহকারি কোচ মেহরাজউদ্দিন ওয়াডু হটসিটে বসবেন।
প্রসঙ্গত, চলতি টুর্নামেন্টের প্রথম লেগে মহমেডান এসসি-কে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল মোহনবাগান। আশা করা হচ্ছে, ফিরতি লেগেও বাগানের সেই কর্তৃত্বই বজায় থাকবে। তবে শেষ পাঁচটি ম্যাাচে ব্ল্যাক প্যান্থার্সরা যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে। এই ম্যাচে যদি তারা বদলা নিতে পারে, তাহলে এরথেকে ভাল খবর মহমেডান সমর্থকদের কাছে আর কিছু হতে পারে না।