শেষ আপডেট: 20th January 2025 17:25
দ্য ওয়াল ব্যুরো : মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরে আপাতত সুখের হাওয়া বইতে শুরু করেছে। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট সংগ্রহ করে তারা আপাতত পয়েন্টস টেবিলে শীর্ষস্থানে বসে রয়েছে। এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) চেন্নাইন এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে মেরিনার্সরা। চোটের কারণে এই ম্যাচে অনুপস্থিত থাকতে পারেন সাহাল আবদুল সামাদ এবং অনিরুদ্ধ থাপা। যদিও এই ব্যাপারে আপাতত মাথা ঘামাতে চাইছেন না দলের হেড কোচ হোসে মলিনা।
গত ম্যাচে (১৭ জানুয়ারি) জামশেদপুর এফসি-র বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল মেরিনার্সরা। বেশ কয়েকটা গোলের সুযোগ হাতছাড়া করার কারণে সবুজ-মেরুন ব্রিগেডকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল। যদিও শেষপর্যন্ত ম্যাচটা ১-১ গোলে ড্র হয়ে যায়। এই মরশুমে মেরিনার্সরা এখনও পর্যন্ত ৩১ গোল করেছে। তবে আশঙ্কা করা হচ্ছে, চেন্নাইয়ের ডিফেন্সের সামনে তাদের কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।
আশা করা হচ্ছে, এই ম্যাচে হোসে মলিনা তাঁর দলকে ৪-৪-২ ছকে খেলাতে পারেন। দলের প্রথম একাদশে রাখা হতে পারে বিশাল কাইথ (গোলকিপার), শুভাশিস বসু (অধিনায়ক), আলবার্তো রডরিগস, টম অলড্রেড, আশিস রাই, লিস্টন কোলাসো, দীপক টাংরি, আপুইয়া, মনবীর সিং, জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন।
১. গত ম্যাচে চেন্নাইন এফসি'কে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট।
২. চেন্নাইনের বিরুদ্ধে মেরিনা অ্যারেনায় শেষ ২ ম্যাচে মোহনবাগান অপরাজিত রয়েছে। একট ম্যাচ জিতেছে, অপরটা ড্র করেছে।
৩. অন্যদিকে চেন্নাই সুপার কিংস ঘরের মাঠে শেষ ৭ ম্যাচের মধ্যে মাত্র একটাতেই জয়লাভ করেছে।
৪. গত ১৩ আইএসএল ম্যাচে মোহনবাগান মাত্র একটা ম্যাচেই হেরেছে।
৫. চেন্নাইন তাদের শেষ তিনটে ম্যাচে মাত্র ২ গোলই করতে পেরেছে। কিন্তু, একটাও ম্যাচে তারা জিততে পারেনি।
এই ম্যাচে বাগান সমর্থকদের আলাদা করে নজর থাকবে জেমি ম্যাকলারেনের উপর। এই মরশুমে চেন্নাইয়ের ডিফেন্স যথেষ্ট নড়বড়ে। সেখানে ম্যাকলারেন কত জোরে আঘাত হানতে পারেন, সেটাই আপাতত দেখার। আইএসএল টুর্নামেন্টে মোহনবাগানের এই স্ট্রাইকার এখনও পর্যন্ত ৬ গোল করেছেন। আর ম্যাকলারেন যে ম্যাচেই গোল করেছেন, সেটাতেই মোহনবাগান জয়লাভ করেছে।