শেষ আপডেট: 27th January 2025 20:28
দ্য ওয়াল ব্যুরো : বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে বদলার ম্যাচ খেলতে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হয়েছে। চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের ক্ষত এখনও অবশ্য মেরিনার্সদের হৃদয়ে দগদগে হয়ে রয়েছে। ০-৩ গোলে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ মেরিনার্সদের সামনে এসেছে। যদিও ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি।
এই ম্যাচের প্রথমার্ধে কোনও দলই সেই অর্থে আক্রমণ শানাতে পারেনি। ২৬ মিনিটে একটা সুযোগ তৈরি করেছিলেন ম্যাকলারেন। কিন্তু, যথেষ্ট টাইট অ্যাঙ্গেল থেকে তাঁর শটটি এসেছিল। পরিস্থিতি বিপদমুক্ত করতে অবশ্য নোগুয়েরার খুব একটা অসুবিধে হয়নি। কর্নার পায় মোহনবাগান। কর্নার কিক নেন গ্রেগ স্টুয়ার্ট। কিন্তু, বলটা সরাসরি গুরপ্রীতের গ্লাভসে এসে জমা পড়ে।
৩৮ মিনিটে আরও একবার সুযোগ তৈরি করার চেষ্টায় ছিল সবুজ-মেরুন ব্রিগেড। বাঁ-প্রান্ত থেকে বলটা সংগ্রহ করেই ট্রেডমার্ক শট নিয়েছিলেন লিস্টন কোলাসো। কিন্তু, বলটা কার্যত ঘুঁসি মেরে ফিরিয়ে দেন গুরপ্রীত। ফিরে আসা বল আবারও মেরিনার্সদের পায়ে এসেছিল। কিন্তু, বেঙ্গালুরুর ডিফেন্স শেষপর্যন্ত ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেয়।
ম্যাচের ৪৫+১ মিনিটে একটা সুযোগ পেয়েছিল বেঙ্গালুরু এফসিও। নোগুয়েরার থেকে নজরকাড়া একটি পাস পেয়েছিলেন সুনীল ছেত্রী। বাগান গোলরক্ষক অ্যাঙ্গেলটা ছোট করার জন্য তাড়াহুড়ো করছিলেন। ছেত্রী দুর্দান্ত একটা শট নিয়েছিলেন। কিন্তু, গোল পোস্টের একেবারে পাশ দিয়ে বলটা বেরিয়ে যায়। টার্গেটে বলটা রাখতে না পেরে হতাশ হয়ে পড়েন সুনীল।
গত ২ ম্যাচে হোসে মলিনার দলের কাছে জয় অধরা। সেকারণেই এই ম্যাচটা মোহনবাগান সমর্থকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে তো আবার এও বলতে শুরু করেছেন, বাগানের মধ্যে জয়ের সেই খিদেটাই কার্যত হারিয়ে গিয়েছিল। গোল করার বেশ কয়েকটা সহজ সুযোগও তারা কাজে লাগাতে পারেনি। তবে বেঙ্গালুরুর বিরুদ্ধে যাবতীয় ভুলভ্রান্তি মেরামত করেই খেলতে নেমেছে সবুজ-মেরুন ব্রিগেড। কাঙ্খিত জয় আসে কি না, সেটাই আপাতত দেখার।