শেষ আপডেট: 23rd February 2025 22:19
দ্য ওয়াল ব্যুরো: রবিবার (২৩ ফেব্রুয়ারি) ইন্ডিয়ান সুপার লিগে ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেড ১-০ গোলে জয়লাভ করেছে। সেইসঙ্গে টানা দ্বিতীয়বার তারা আইএসএল লিগ শিল্ড জয় করল।
ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে বাগানের হয়ে জয়সূচক গোলটি করলেন দিমিত্রিয়স পেত্রাতোস। আর সেইসঙ্গে খেতাব জয়ও নিশ্চিত করে মেরিনার্সরা। আইএসএল ইতিহাসে মোহনবাগানই প্রথম দল যারা এই লিগ শিল্ড ডিফেন্ড করতে পারল।
প্রসঙ্গত, মোহনবাগানের হাতে এখনও ২ ম্যাচ বাকি রয়েছে। কিন্তু, তার আগেই তারা লিগ শিল্ড নিজেদের পকেটে পুরে নিতে পেরেছে। আগামী ৮ মার্চ তারা এফসি গোয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে নামবে।
একথা বলতে কোনও অসুবিধে নেই যে হোসে মলিনার দল গোটা মরশুম জুড়েই দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তারা যেমন সর্বাধিক (৪৩) গোল করেছে। তেমনই, সবথেকে কম (১৪) গোল তারা হজম করেছে।
এবার মোহনবাগান আইএসএল প্লে-অফ নিয়ে চিন্তাভাবনা শুরু করবে। আশা করা যায়, দল মরশুমে ফাইনালে হারের বদলা তারা নিতে পারবে।