শেষ আপডেট: 1st March 2025 12:51
দ্য ওয়াল ব্যুরো: আইএসএল লিগ শিল্ড ইতিমধ্যেই কব্জায় চলে এসেছে। এবার লক্ষ্য ট্রফি। কিন্তু, নকআউট পর্বের আগে মোহনবাগান সুপার জায়ান্ট প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না। এই পরিস্থিতিতে শনিবার (১ মার্চ) তারা মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে। এটা বাগানের অ্যাওয়ে ম্যাচ হলেও, মেরিনার্সরা নিশ্চিত যে তাদের দল জিতেই ঘরে ফিরবে।
এর পিছনে দুটো কারণ রয়েছে। প্রথমটা হল মুম্বই সিটি এফসি-র পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব। চলতি আইএসএল মরশুমে মুম্বই তাদের ঘরের মাঠে মাত্র চারটে ম্যাচ জিততে পেরেছে। ২০১৫ এবং ২০১৬ সালের পর থেকে এমন দুরবস্থা তাদের আর কখনও হয়নি। এই দুটো মরশুমে তারা তিনটে করে ম্যাচ জিততে পেরেছিল। পাশাপাশি এই মরশুমের শুরুতেই তারা জামশেদপুর এফসি এবং নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে পরপর দুটো ম্যাচে ০-৩ ব্যবধানে হেরে যায়।
দ্বিতীয় কারণটি হল মুম্বই সিটি-র গোল করার অক্ষমতা। এই মরশুমে আইল্যান্ডাররা বক্সের মধ্যে থেকে মাত্র ২১ গোল করতে পেরেছে। তাদের থেকে পিছিয়ে রয়েছে একমাত্র মহমেডান স্পোর্টিং ক্লাব (৯) এবং হায়দরাবাদ এফসি (১৭)। এই মরশুমে মুম্বই এখনও পর্যন্ত মোট ২৫ গোল করে সর্বনিম্ন স্কোরারদের তালিকায় তিন নম্বরে রয়েছে। ফলে শনিবারের ম্যাচেও তারা মোহনবাগানের বিরুদ্ধে কতটা কী করতে পারবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
উল্লেখ্য, মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বই সিটি এফসি-র মধ্যে এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে মুম্বই সাতটি ম্যাচে জয়লাভ করেছে। আর মোহনবাগান জিতেছে মাত্র একটি ম্যাচেই। বাকি তিনটে ম্যাচ ড্র হয়েছে। তবে শনিবাসরীয় (১ মার্চ) ম্যাচের প্রেক্ষাপট একেবারে আলাদা। খাতায়-কলমে মেরিনার্সরা যে এগিয়ে থাকবে, তা বলাই বাহুল্য।