শেষ আপডেট: 20th January 2025 17:28
দ্য ওয়াল ব্যুরো : চলতি ইন্ডিয়ান সুপার লিগে আপাতত জয়ের সরণীতে ফিরতে মরিয়া হোসে মলিনার (Jose Molina) মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) চেন্নাইন এফসি-ক বিরুদ্ধে খেলতে নামছে মেরিনার্সরা।
গত ম্যাচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড। এই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। তবে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার পাশাপাশি ব্যবধান বাড়াতে চেন্নাইনের বিরুদ্ধে জিততেই হবে মেরিনার্সদের।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, ওই ম্যাচের মাত্র দিন তিনেকের মধ্যেই ফের ৯০ মিনিটের লড়াইয়ে নামতে চলেছে মোহনবাগান। সেকারণে ফুটবলাররা পর্যাপ্ত বিশ্রামও পাননি।
অপর্যাপ্ত বিশ্রাম আগামী ম্যাচে দলের জন্য অশনিসংকেত বয়ে আনবে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বাগান কোচ হোসে মলিনা বললেন, 'মাত্র ১ দিনের মধ্যে কখনই প্রস্তুতি গ্রহণ করা সম্ভব নয়। অন্তত ৫-৬ দিন দরকার। কিন্তু, একটা দীর্ঘ প্রতিযোগিতায় অনেক সময়ই এমন কঠিন পরিস্থিতি তৈরি হয়। আর সেই সময়ের জন্যই নিজেদের প্রস্তুত রাখা আবশ্যক। এই ম্যাচটা কীভাবে খেলতে হবে, সেটা আমরা খুব ভাল করেই জানি।'
পাশাপাশি তিনি আরও যোগ করলেন, 'এই মুহূর্তে আমরা যথেষ্ট ভাল খেলছি। এই পারফরম্যান্সটাই আমাদের বজায় রাখতে হবে। দলের ফুটবলারদের পারফরম্যান্সের আমি যারপরনাই খুশি। যে ফুটবলাররা ৬০ মিনিটের বেশি মাঠে ছিলেন, তাঁদের রিকভারির উপরই বেশি জোর দেওয়া হয়েছে। আগামীকাল ম্যাচের জন্য দলের প্রত্যেক ফুটবলারই নিজেদের প্রস্তুত করে তুলবে। আমি নিশ্চিত যে এই ম্যাচের জন্য আমরা প্রস্তুত।'