শেষ আপডেট: 1st March 2025 19:47
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান সুপার জায়ান্টের সামনে মুম্বই সিটি এফসি যে একটা বড় গাঁট ছিল, সেকথা একেবারে অস্বীকার করা যায় না। শেষপর্যন্ত এই ম্যাচটা ড্র করল মেরিনার্সরা। দুটো দলই দুটো করে গোল করেছে। আপাতত মোহনবাগান ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট সংগ্রহ করল।
তবে এই ম্যাচে মেরিনার্সদের পারফরম্যান্স একেবারে নজর কাড়তে পারেনি। দ্বিতীয়ার্ধে আইল্যান্ডাররা ১০ জনে খেলেও ম্যাচটা ড্র করে দিল। বাগানের কাছে এরথেকে বড় লজ্জা আর কীই বা হতে পারে। তবে শুরুটা অবশ্য বেশ ভালই করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। ৩২ মিনিটে দলকে ১-০ গোলে লিড এনে দিয়েছিলেন জেমি ম্যাকলারেন। প্রথম গোলের মাত্র ৭ মিনিট পরই বাগানকে দ্বিতীয় সাফল্য এনে দেন দিমিত্রিয়স পেত্রাতোস। বাঁ-দিক থেকে উঠে আসেন লিস্টন কোলাসো। তিনি বিপক্ষের জোড়া ডিফেন্ডারকে প্রতিহত করে অসাধারণ একটি ক্রস বাড়ান। এই শট লাচেনপা বাঁচিয়ে দিলেও, ফিরতি বলে পেত্রাতোস গোল করেন।
এই পরিস্থিতিতে অনেকেই আশা করেছিলেন যে ম্যাচটা হয়ত মোহনবাগানই জিতবে। কিন্তু, দ্বিতীয়ার্ধে ম্যাচের রং একেবারে বদলে যায়। ৫৭ মিনিটে মুম্বইয়ের হয়ে প্রথম গোলটা করেন জল তরাল। ব্রেন্ডনের কর্নার কিক থেকে ব্যবধান কমায় মুম্বই। এরপর ৬৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মুম্বইয়ের ফুটবলার বিক্রম প্রতাপ সিং। বাকি ২২ মিনিট তাদের দশজনে খেলতে হয়।
৮৮ মিনিটে বাগান শিবিরে ঘটল সেই অঘটন। মুম্বইয়ের হয়ে সমতা নাথান রডরিগস। শেষপর্যন্ত মাত্র ১ পয়েন্ট নিয়েই হোসে মলিনার দল মাঠ ছাড়ে। তবে মুম্বই কিন্তু এই ১ পয়েন্ট নিয়েই লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠে এল। এই ড্র ইস্টবেঙ্গলের সুপার সিক্সের রাস্তা যে কঠিন করবে, তা বলা যেতেই পারে।