শেষ আপডেট: 3rd August 2024 18:45
দ্য ওয়াল ব্যুরো: আনোয়ার আলির ফুটবল জীবন সঙ্কটে পড়ে গিয়েছে। ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি জানিয়েছে, আনোয়ার ভুল করেছেন। তিনি মোহনবাগানের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ, তারপরেও তিনি ইস্টবেঙ্গলে সই করলেন কী করে!
দেশের অন্যতম সেরা সেন্ট্রাল ব্যাক আদৌ চলতি মরশুমে খেলতে পারবেন কিনা, সেটিও নির্ভর করছে মোহনবাগানের ওপর। কারণ আনোয়ার বলে দিয়েছেন, তিনি চলতি মরশুমে সবুজ মেরুন জার্সিতে খেলতে চান না। কিন্তু মোহনবাগান তাঁর থেকে আপত্তি তুললে তবেই তিনি অন্য ক্লাবের জার্সি পরে খেলতে পারবেন।
আগামী দিন পাঁচেকের মধ্যে ফেডারেশনের সভায় ডাকা হয়েছে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি, যে দলের কর্তা রঞ্জিত বাজাজ জানিয়েছিলেন, আনোয়ার এখন ফ্রি ফুটবলার, তাঁকে যে কোনও ক্লাব নিতে পারে। ওই কর্তা যে আনোয়ার ও লাল হলুদ কর্তাদের বিভ্রান্ত করেছেন, সেটি বুঝেছে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি।
ময়দানে জল্পনা, মোহনবাগান আনোয়ারকে তখনই ছাড়তে পারে যদি ইস্টবেঙ্গল তাদের ট্রান্সফার ফি বাবদ ২০ কোটি টাকা দেয়। সেই অর্থ ইস্টবেঙ্গল দেবে কিনা, সেটিও একটি বিষয়। দুই ক্লাব এই ব্যাপারে কথা বলছে। সমঝোতা করলে কিছু অর্থ কমতে পারে। যদি বাগান রাজি না থাকে, তা হলে আনোয়ার নির্বাসিত হতে পারে। এমনকী ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি-র ওপরও নিষেধাজ্ঞা জারি হতে পারে। কেন তারা নিয়মভঙ্গ করে আনোয়ারকে সই করিয়েছে, সেই অপরাধে।
আনোয়ার আলি নিয়ে সম্প্রতি মোহনবাগান সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা বলেছিলেন, আনোয়ার খুব মিষ্টি ছেলে। ওঁর বিরুদ্ধে যারা উস্কানিমূলক মন্তব্য করছে, আমরা তাদের পাতা ফাঁদে পা দেব না। কিন্তু সেটি যে আসলে কথার কথা, সেটি বাগান কর্তারা বুঝিয়ে দিয়েছেন।