Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Mohun Bagan Lost to Odisha FC

মোহনবাগান হারল মহানদীর তীরে, হাবাসদের জয় কাড়লেন সেই রয় কৃষ্ণই

মোহনবাগান ফুটবলাররা আচমকা স্বপ্নের জগৎ থেকে বাস্তবের মাটিতে নেমে এলেন। যুবভারতীতে তারা আইএসএলের গ্রুপের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ-শিল্ড জিতেছিলেন।

মোহনবাগান হারল মহানদীর তীরে, হাবাসদের জয় কাড়লেন সেই রয় কৃষ্ণই

মোহনবাগান এবং ওড়িশা ম্যাচের দৃশ্য।

শেষ আপডেট: 23 April 2024 16:42

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান ফুটবলাররা আচমকা স্বপ্নের জগৎ থেকে বাস্তবের মাটিতে নেমে এলেন। যুবভারতীতে তারা আইএসএলের গ্রুপের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ-শিল্ড জিতেছিলেন। সেইসময় স্বপ্নে ভাসছিলেন সবুজ মেরুন সমর্থকরা। এবার তাদের বাস্তবের জমিতে নিয়ে এল ওড়িশা এফসি।

মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগান ১-২ গোলে হার মানল ওড়িশার কাছে। সেমিফাইনালে যেতে গেলে ফিরতি ম্যাচে ২৮ এপ্রিল তাদের হারাতেই হবে বিপক্ষ দলকে। ওই ম্যাচটি হবে অবশ্য যুবভারতীতে। সেদিন ওড়িশাকে এক গোলের বেশি ব্যবধানে হারাতে পারলেই মোহনবাগান ফাইনাল খেলার যোগ্যতা পাবে। এদিন ওড়িশার হয়ে দুটি গোল করেন কার্লোস ডেলগার্ডো ও রয় কৃষ্ণ।

ম্যাচে দুটি লাল কার্ড, সেইসঙ্গে দুই দলের লড়াইয়ের পরেও ওড়িশা দলের স্প্যানিশ কোচ সার্জিও লোবেরো শেষ হাসি হাসলেন। মোহনবাগানের কাছে ফিরতি লড়াইয়ের ম্যাচ তুমুল কঠিন পরীক্ষার হতে চলেছে। 

তবে ম্যাচের তিন মিনিটে মনবীর সিং দুরন্ত হেডে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। সেই সুবিধে নিতে পারল না হাবাসের দল। তারপর আবার ৬৭ মিনিটে সাদিকু দু’বার কার্ড দেখে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

চেনা মোহনবাগানকে এদিন বাইরের মাঠে দেখা যায়নি। তাদের খেলায় অজস্র মিস পাস হয়েছে। তারা গত জয়ের রেশ কাটিয়ে উঠতে পারেনি। যে কারণে খেলা থেকে বারবার হারিয়ে গিয়েছে। কাউকো কিংবা দিমিত্রি পেত্রাতোসরা গোল লক্ষ্য করে শট নিলেও সেই আক্রমণ একেবারেই বিক্ষিপ্ত হয়েছে।

ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। প্রথমে মনবীরের গোলে হাবাসরা এগিয়ে গেলেও ১১ মিনিটে দেলগার্ডো ও ৩৯ মিনিটে রয় কৃষ্ণ গোল করে ওড়িশাকে মহানদীর তীরে জয় এনে দিয়েছেন। রয় কৃষ্ণই কাঁটা ছিল বাগানের। কোচ হাবাসও ফুটবলারদের তাঁর বিষয়ে সতর্ক করেছিলেন, কিন্তু আসল কাজ সেরে দেন প্রাক্তন মোহনবাগানী। যেভাবে বাগান ডিফেন্ডার হেক্টরকে পরাস্ত করে কৃষ্ণ বিপক্ষের গোলরক্ষক বিশাল কাইথের পায়ের ফাঁক দিয়ে বল জালে রাখলেন, তাতে ফিরে এল রয়ের পুরনো টাচ।


ভিডিও স্টোরি