শেষ আপডেট: 16th April 2024 19:34
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে মোহনবাগানের অভূতপূর্ব সাফল্যে অভিনব পোস্ট মেট্রো রেল কর্তৃপক্ষের। তারা নিজেদের এক্স হ্যান্ডলে মোহনবাগানের লিগ-শিল্ড জয় নিয়ে একটি পোস্ট করেছে।
সেই পোস্টে দেখা গিয়েছে, কোচ হাবাস দলের ছেলেদের বলছেন, চলো ছেলেরা, এবার গঙ্গার তলা দিয়ে মেট্রো চড়ি, ওটাও ভারতসেরা! সবুজ মেরুন শিবির আইএসএলের গ্রুপ শীর্ষে থেকে শেষ করায় তারা ভারতসেরার মর্যাদা পেয়েছে।
মুম্বই সিটি এফসি-র কাছে গ্রুপের শেষ ম্যাচে ড্র করলেই চলত। কিন্তু ঘরের মাঠে জিততেই হতো বাগান দলকে। শেষমেশ জিতে মাঠ ছাড়ায় তিন পয়েন্ট অর্জন করে ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট পেয়েছে বাগান দলটি।
#গঙ্গার নিচে #মেট্রো #ভারতের গর্ব।
— Metro Railway Kolkata (@metrorailwaykol) April 16, 2024
আসুন সেই অবিস্মরণীয় অভিজ্ঞতা অর্জন করুন। pic.twitter.com/I8lOXJpQOU
যুবভারতীতে সোমবার হাজির ছিলেন প্রায় ৫৫ হাজার দর্শক। তাঁরা শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু রেফারি যখন ১২ মিনিট ইনজুরি টাইমের ম্যাচ খেলান। সেইসময় সমর্থকরা চাপে পড়ে গিয়েছিলেন। মনে হচ্ছিল, এই বুঝি মুম্বই গোল করে তাঁদের স্বপ্নচূর্ণ করে দেবে। শেষমেশ সেটি হয়নি, মোহনবাগান ২-১ গোলে জিতে আইএসএলের লিগ-শিল্ড জিতে নিয়েছে।
এই ঘটনা যে সারা রাজ্যে ভালই প্রভাব পড়েছে, সেটি বেশ বোঝা গিয়েছে। মেট্রো রেলও বাগানের এই সাফল্যকে দারুণভাবে মেলে ধরেছে। ইতিমধ্যেই হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো শুরু হয়ে গিয়েছে। ২৬ সেকেন্ড জুড়ে গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাওয়ার সময় নীল রং দিয়ে সেটি বোঝানো হচ্ছে। ভারতে আর কোনও শহরে এমন নেই। আবার মোহনবাগানও যে কৃতিত্ব অর্জন করেছে, সেটিও ব্যতিক্রমী। তাই দুটি সাফল্যকে একসূত্রে মিলিয়ে দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।