শেষ আপডেট: 5th February 2025 19:06
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান সুপার জায়ান্ট আপাতত স্বপ্নের ফর্মে রয়েছে। লিগ শিল্ড জয়ের দৌড়ে তারা বাকি দলগুলোর তুলনায় এগিয়ে রয়েছে অনেকটাই। আর এই সাফল্যের অন্যতম স্তম্ভ বাগানের গোলকিপার বিশাল কাইথ। প্রায় প্রতিটা ম্যাচেই তিনি বিপক্ষের স্ট্রাইকারদের ঘুম কেড়ে নিয়েছে। এখনও পর্যন্ত বিশাল ইন্ডিয়ান সুপার লিগ ইতিহাসে ৫০ ক্লিনশিট রাখতে সফল হয়েছেন।
আর সেকারণেই বুধবার (৫ ফেব্রুয়ারি) মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে বিশেষ সম্মান দেওয়া হল। সবুজ-মেরুন ব্রিগেডের পক্ষ থেকে একটি বিশেষ জার্সি তুলে দেওয়া হয়েছে। এই জার্সির নম্বর ৫০*। দলের গোলকিপিং কোচ হোসে ফ্রান্সিসকো মার্তিনেজ নিওনের হাত থেকে এই জার্সি পেয়ে বিশালও যারপরনাই আপ্লুত। এই মর্মে মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাবের অফিশিয়াল টুইটার (বর্তমানে এক্স) একটি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা রয়েছে, 'আমাদের বাজপাখি'।
অন্যদিকে, আর কিছুক্ষণের মধ্যেই পঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরও পাকা করতেই কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নামছে মেরিনার্সরা। বাগান সমর্থকদের আশা এই ম্যাচেও বিশাল ক্লিনশিট বজায় রাখতে পারবেন। প্রসঙ্গত, শেষ আটটি হোম ম্যাচে মোহনবাগান টানা জয়লাভ করেছে। অন্যদিকে পঞ্জাব এই নিয়ে দ্বিতীয় আইএসএল মরশুম খেলতে নামছে। ফলে, ধারে এবং ভারে এই ম্যাচে হোসে মলিনার দলই এগিয়ে থাকবে।
আমাদের বাজপাখি! ????????
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) February 5, 2025
First keeper to reach 5️⃣0️⃣ Clean Sheets in ISL and many more to come! ????♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/aLbcTveKyf
পাশাপাশি শেষ আটটি হোম ম্যাচের মধ্যে মেরিনার্সরা ৬ ক্লিনশিট বজায় রেখেছে। ঘরের মাঠে জয়ের এমন টানা নজির এফসি গোয়া ছাড়া আর কোনও দলের কাছেই নেই। তবে পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামার আগে চোট সমস্যা কিছুটা হলেও ভোগাতে পারে বাগান শিবিরকে। আপাতত তারা ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট সংগ্রহ করেছে। দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে থাকা জামশেদপুর এফসি-র সঙ্গে ৯ পয়েন্টের পার্থক্য রয়েছে। জামশেদপুর অবশ্য একটা ম্যাচ কম খেলেই ৩৪ পয়েন্ট সংগ্রহ করেছে।