শেষ আপডেট: 2nd September 2024 20:10
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ডার্বিতে অবিচারের শিকার হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। অন্তত এমনটাই দাবি করছেন সবুজ-মেরুন সমর্থকরা। সোমবার (২ সেপ্টেম্বর) লখনউয়ের কেডি সিং বাবু স্টেডিয়ামে এই ডার্বি ম্যাচের আয়োজন করা হয়েছে। এই ম্যাচে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে।
ম্যাচের ২৯ মিনিটে এই বিতর্কিত মুহূর্তটি তৈরি হয়। ড্রিবল করে বিপক্ষের বক্সে ঢোকার চেষ্টা করছিলেন সুহেল ভাট। কিন্তু, বক্সের মধ্যে শট নেওয়ার আগেই তিনি ইস্টবেঙ্গল ডিফেন্সের ট্যাকলে পড়ে যান। এরপর মোহনবাগান পেনাল্টির আবেদন করেছিল। কিন্তু, রেফারি সেই আবেদনে কান দেননি। তিনি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। কেন রেফারি এহেন সিদ্ধান্ত গ্রহণ করেন, সেই ব্যাপারে অবশ্য কিছু জানা যায়নি। এই ঘটনার পরই বাগান সমর্থকরা ক্ষোভে ফুঁসতে শুরু করেন।
এছাড়া ম্যাচের ১৫ সেকেন্ডেই প্রথম গোলটা প্রায় করেই ফেলেছিল মোহনবাগান। সুহেলের জোরাল হেড লাল-হলুদের রক্ষণ ছারখার করে দেয়। কিন্তু, রেফারি স্পষ্ট জানিয়ে দেন যে গোল করার সময় সুহেল অফ সাইডে ছিলেন। সেকারণে গোলটি বাতিল করে দেওয়া হয়। এই ঘটনাতেও মেরিনার্সরা সোশ্যাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত এই ম্য়াচে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। প্রথমার্ধের শেষে মোহনবাগান আপাতত ১-০ গোলে এগিয়ে রয়েছে। গোলটি করেন সেই সুহেল ভাট। দুর্দান্ত একটা ক্রস বাড়িয়েছিলেন সালাউদ্দিন। সুযোগটা মাথা ঠাণ্ডা রেখে কাজে লাগান সুহেল। আর সেইসঙ্গে তিনি দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে মোহনবাগান কি আদৌ লিড বাড়াতে পারবে? না, ইস্টবেঙ্গল কামব্যাক করতে পারবে? উত্তরের আশায় আপাতত তাকিয়ে রয়েছেন সমর্থকরা।