শেষ আপডেট: 23rd July 2024 17:49
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুলিশকে ছয় গোল দিয়েছিল ইস্টবেঙ্গল। সেই পুলিশের বিরুদ্ধেই ১-১ গোলে আটকে গেল মোহনবাগান। কলকাতা লিগে মোহনবাগান ফের পয়েন্ট নষ্ট করল। মঙ্গলবার কল্যাণী স্টেডিয়ামের ম্যাচে বাগানকে সেরা ছন্দে দেখা যায়নি, বরং বড় বেশি অগোছালো লেগেছে।
কলকাতা লিগকে গুরুত্ব দিচ্ছেন না মোহন কর্তারা। সেই মনোভাব দলের খেলায় প্রভাব ফেলছে। ফুটবলারদের মধ্যে কেমন একটা গা ছাড়া ভাব দেখা গিয়েছে। তাঁদের মধ্যেও জয়ের মরিয়া ভাবটা নেই। যে কারণে লিগে সুপার সিক্সে অনিশ্চিত সবুজ মেরুন দল।
ম্যাচের ৪০ মিনিটে সুহেল ভাট গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন। পুলিশ তারপর ম্যাচে একাধিক আক্রমণ গড়েছে। বাগানের ডিফেন্সকে বারবার কেঁপে যেতে দেখা গিয়েছে। ৫৫ মিনিটে পুলিশের হয়ে গোল করেন রবি দাস।
লিগে মোহনবাগানের অবস্থা ভাল নয়। তারা লিগের প্রথম তিনটি ম্যাচে জয় পায়নি। ডার্বিতেও হেরেছে জোড়া গোলে। দলের গোয়ানিজ কোচ কার্ডেজোর পারফরম্যান্সে খুশি নন কর্তারা। সেই কারণেই বাগানের অনুশীলনে দেখা গিয়েছে বাস্তব রায়কে। তিনিই হয়তো শেষমেশ দলের দায়িত্ব নেবেন।
এদিন ম্যাচে দুটি পেনাল্টি মিস করেছে মোহনবাগান। তাদের হয়ে সুমিত রাঠি মিস করেন। এই নিয়ে কল্যাণী স্টেডিয়ামে সবুজ মেরুন সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছেন। দলের খেলার মধ্যে ছন্দের অভাব। মাঝমাঠ ও রক্ষণের মধ্যে সমঝোতার অভাব চোখে পড়েছে। বিপক্ষ গোলবক্সে গিয়ে খেই হারিয়ে ফেলছেন ফরোয়ার্ডরা।
ভবানীপুরের তিন গোলে জয়: কলকাতা লিগে চ্যাম্পিয়নের পথে এগিয়ে চলেছে সংবাদ প্রতিদিন ভবানীপুর স্পোর্টস ক্লাব। তারা কলকাতা লিগের অন্য ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে পিয়ারলেসকে। ম্যাচে ভবানীপুরের হয়ে গোল দিয়েছেন জোজো, জিতেন মূর্মু এবং উমের লুথার। লিগে রামনের কোচিংয়ে ভবানীপুর দারুণ ছন্দে রয়েছে।