শেষ আপডেট: 14th August 2024 19:04
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগে ফের পয়েন্ট নষ্ট করল মোহনবাগান। তারা লিগে ছন্দে নেই। লিগের শুরুতে তারা প্রথমে পয়েন্ট হারিয়েছিল। মাঝে তিন ম্যাচে বড় জয়ের পরে আবারও পয়েন্ট নষ্ট করছে সবুজ মেরুন দল।
বুধবার লিগের ম্যাচে ক্যালকাটা কাস্টমসের বিপক্ষে মোহনবাগান গোলশূন্য ড্র করেছে। এই কারণে তারা লিগের তালিকায় সাতে চলে গিয়েছে। আদৌ মোহনবাগান সুপার সিক্সে যেতে পারবে কীনা, সেই নিয়ে প্রশ্ন উঠে পড়ল।
মোহনবাগানের এই দলটি ধারাবাহিকতাহীনতায় ভুগছে। যে কারণে তারা কোনও ম্যাচে পয়েন্ট পেলেও পয়েন্টও মিস করছে।
ইতিমধ্যেই মোহনবাগান ন’টি ম্যাচ খেলে তিনটি ম্যাচে জিতেছে, ড্র করেছে চারটি ম্যাচ। ডার্বি ম্যাচে হার। গোয়ানিজ কোচ ডেগি কার্ডেজোর দল একেবারেই ছন্দে নেই, দেখেই বোঝা গিয়েছে। দলের রক্ষণভাগ সবদিক থেকেই ব্যর্থ। তাদের জন্য বহু ম্যাচে গোল খেতে হয়েছে।
এদিন অবশ্য গোলের সুযোগ পেয়েও সবুজ মেরুনের আক্রমণভাগ কাজে লাগাতে পারেনি। মোহনবাগান পরপর দুই ম্যাচে ইস্টার্ন রেল ও টালিগঞ্জ অগ্রগামীকে পাঁচ গোল দিয়েছিল। কিন্তু গত ম্যাচেও জর্জ টেলিগ্রাফের বিপক্ষে হেরেছে তারা।