শেষ আপডেট: 2nd July 2024 21:01
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগের শুরুতেই আটকে গেল মোহনবাগান। মঙ্গলবার বারাকপুর স্টেডিয়ামে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে। প্রথমে ম্যাচে ১০ মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল মোহনবাগান। গোল দেন শিবাজিৎ সিং। সাত মিনিটের ব্যবধানে ভবানীপুরের হয়ে গোল দেন জিতেন মূর্মূ।
লিগে দারুণ শুরু করেছে বাকি দুই প্রধান ক্লাব। ইস্টবেঙ্গল ৭-১ গোলে প্রথম ম্যাচে হারিয়েছে টালিগঞ্জ অগ্রগামীকে। মহামেডান প্রথম ম্যাচে ছয় গোলে হারিয়েছিল উয়াড়িকে। শেষ ম্যাচে অবশ্য খিদিরপুর স্পোর্টিংয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে। সেদিক থেকে মোহনবাগানের মতো হেভিওয়েট দল শুরুতেই তিন পয়েন্ট ঘরে তুলতে ব্যর্থ হয়েছে।
বিরতিতেই খেলার ফল ছিল ১-১, শেষমেশ সেটাই হয়েছে। তবে মোহনবাগানের খেলা দেখে হতাশ সমর্থকরা। খেলার মধ্যে পরিকল্পনার অভাব স্পষ্ট। বোঝাই গিয়েছে, অনুশীলনের অভাব রয়েছে বিস্তর। ভবানীপুরের খেলা বরং অনেক ভাল হয়েছে। তাদের যাবতীয় আক্রমণ হয়েছে মাঝমাঠ নির্ভর। বিদেশি কোচ রামনের তালিমে ভাল খেলেছেন ফুটবলাররা।
একটা সময় ময়দানে মোহনবাগানের বি টিম বলা হতো ভবানীপুরকে। তাদের সর্বময় কর্তা সৃঞ্জয় বসু ছিলেন মোহনবাগানের প্রাক্তন সচিব। গত মরশুমে তাদের কোচ ছিলেন রঞ্জন চৌধুরী। তিনি অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের কোচ হয়ে যাওয়ায় মহামেডানের প্রাক্তন কোচ রামনকে দায়িত্ব দেওয়া হয়েছে। দলে ভালমানের ফুটবলার রেখে দলগঠন করেছে ভবানীপুর। তারাও এবার লিগ জয়ের অন্যতম ফেভারিট দল।
এদিন ম্যাচে ভবানীপুরের সইফুল রহমান চোট পেয়ে মাঠ ছাড়েন। তাঁকে কৃত্রিম উপায়ে শ্বাসযন্ত্র চালাতে হয়েছে। তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালেও পাঠাতে হয়, কিন্তু ক্লাব সূত্রে পাওয়া খবর, সইফুল ভালই রয়েছেন।