শেষ আপডেট: 25th July 2024 16:28
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানের নতুন কোচ হোসে মোলিনা কলকাতায় চলে আসবেন ২৯ জুলাইয়ের আগেই। তিনি আসছেন তাঁর পছন্দের সাপোর্ট স্টাফ নিয়ে। মোলিনা তাঁর সহকারী হিসেবে বেছে নিয়েছেন সার্বিয়ান ইগর তাসেভেস্কিকে। তিনি লা লিগার নামী ক্লাব ভিলারিয়ালের কোচ হিসেবে কাজ করেছেন। প্রো লাইসেন্সধারী এই কোচ ফুটবলার হিসেবে ছিলেন ডিফেন্ডার। তিনি বাগানের ডিফেন্স ফর্মেশনের কাজ করবেন।
গোলরক্ষকদের কোচ হিসেবে কাজ শুরু করবেন হোসে মার্টিনেজ নিওন। তিনি বিশাল কাইথ, ধীরাজ সিংদের সঙ্গে কাজ করবেন। তিনি স্পেনের কয়েকটি ক্লাবে কোচ হিসেবে কাজ করেছেন। ফিটনেস কোচ হিসেবে মোলিনা নিয়ে আসছেন সার্জিও গার্সিয়াকে। তিনিও স্প্যানিশ।
সবথেকে বড় কথা, মোহনবাগানের আইএসএল দলের সঙ্গে ফের যুক্ত হতে চলেছেন বাস্তব রায়। উত্তরপাড়ার বাসিন্দা বাস্তব স্প্যানিশ কোচের সহকারী কোচ হিসেবে কাজ করবেন। তিনি এর আগে মোলিনার সহকারী হিসেবে কাজ করেছেন। তাই স্প্যানিশ কোচের পছন্দের পাত্র হিসেবে বাস্তবকে নেওয়া হয়েছে। তিনি ডুরান্ড কাপেও দলের রিজার্ভ বেঞ্চে থাকবেন। সম্প্রতি বাস্তব প্রো লাইসেন্স ডিগ্রিও পেয়েছেন এএফসি থেকে।
দলের বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে থাকবেন নেলসন পিন্টো। ফিজিওর দায়িত্বে দুই বঙ্গসন্তান অভিনন্দন চট্টোপাধ্যায় ও কৌশিক ভুঁইয়া। ম্যানেজারের দায়িত্বে থাকবেন অভিষেক ভট্টাচার্য।
এদিকে, বৃহস্পতিবার সকালে কলকাতায় এসে গিয়েছেন মোহনবাগানের অস্ট্রেলীয় ডিফেন্ডার টম আলফ্রেড। ইংল্যান্ডে জন্মগ্রহন করা ৩৩ বছরের দীর্ঘকায় ডিফেন্ডারকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন বহু সবুজ মেরুন সমর্থক। ডুরান্ড কাপের ডার্বি ম্যাচে টমকে মাঠে নামানো হবে। তিনি এসেই বুঝে গিয়েছেন চাপ নিয়েই সারা মরশুম তাঁকে খেলতে হবে।