শেষ আপডেট: 24th January 2025 14:53
দ্য ওয়াল ব্যুরো : চলতি ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জায়ান্ট বেশ ভালো ফর্মে রয়েছে। বাগানে আপাতত বইছে স্বস্তির হাওয়া। গত ২ ম্যাচে জয় অধরা থাকলেও, পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে তারাই রাজত্ব করছে।
এই পরিস্থিতিতে শুক্রবার (২৪ জানুয়ারি) শহরের একটি পাঁচতারা শপিং মলে বিজ্ঞাপনী প্রচারে এসেছিলেন বাগান ফুটবলাররা। ছিলেন আশিস রাই, আশিক কুরুনিয়ান, লিস্টন কোলাসো, দীপক টাংরি এবং অধিনায়ক শুভাশিস বসু। এই অনুষ্ঠানে মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে শুভাশিস এমন একটা কথা বললেন, যা শুনে মেরিনার্সরা ইতিমধ্য়ে চাঙ্গা হয়ে উঠেছেন।
শুভাশিস বললেন, 'মেরিনার্স সমর্থকদের উদ্দেশ্যে আমি শুধুমাত্র একটাই কথা বলতে চাই যে আমরা সবাই পরিবার। একটা বৃহত্তর পরিবার। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই সমর্থকদের কারণেই অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলেও আমরা ঘরের মাঠের অনুভূতি পাই। পাশাপাশি আমাদের দলে যে বিদেশি ফুটবলাররা রয়েছেন, তাঁরাও আপনাদের কারণেই এই ক্লাবকে নিজের বাড়ি বলে মনে করে। জয় মোহনবাগান।'
প্রসঙ্গত, আপনাদের জানিয়ে রাখি যে মোহনবাগান আপাতত ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট সংগ্রহ করেছে। এরমধ্যে রয়েছে ১১ জয়, ৪ ড্র এবং ২ হার। শেষ দুটো ম্যাচে পরপর ড্র কিছুটা হলেও দলের হেড কোচ হোসে মলিনাকে যে অস্বস্তিতে রাখবে, তা বলাই বাহুল্য। জামশেদপুরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল। আর চেন্নাইন এফসি-র বিরুদ্ধে এসেছিল গোলশূন্য ড্র। আগামী সোমবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। এই ম্যাচে মেরিনার্সরা কাঙ্খিত জয় ছিনিয়ে আনতে পারে কি না, সেটাই আপাতত দেখার।
সঙ্গে শুভাশিস আরও যোগ করেছেন, 'এই লিগের কোনও ম্যাচই সহজ নয়। প্রত্যেকটা দল উন্নতি করছে। এখনও আমাদের ৭ ম্যাচ বাকি রয়েছে। আমরা প্রত্যেকটা ম্যাচ ধরেই এগোতে চাই। বাকি যতগুলো ম্যাচ রয়েছে, প্রত্যেকটাই আমরা জেতার চেষ্টা করব।' শেষকালে তিনি বললেন, 'কলকাতা ডার্বির জন্য আমাদের কোনও ফুটবলারকে আলাদা করে মোটিভেট করতে হয় না। আমি এখনও পর্যন্ত আইএসএল টুর্নামেন্টে একটাও ডার্বি ম্যাচ হারিনি। চেষ্টা করব আইএসএল টুর্নামেন্টে আগামীদিনে যতগুলো কলকাতা ডার্বি আসবে, তার প্রত্যেকটা জিততে পারব। এবং নিজের এই রেকর্ড বজায় রাখতে পারব।'