শেষ আপডেট: 18th July 2024 17:52
দ্য ওয়াল ব্যুরো: ডার্বি ম্যাচ জয়ের পরে কাস্টমসের বিরুদ্ধে আটকে গিয়েছিল ইস্টবেঙ্গল। খেলার ফল হয়েছিল গোলশূন্য। লাল হলুদ দল আটকে গেলেও মোহনবাগান বৃহস্পতিবার কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচে জয়ে ফিরল। পিয়ারলেসের বিরুদ্ধে ম্যাচে ১-০ গোলে জিতেছে সবুজ মেরুনের রিজার্ভ দল।
এদিন ম্যাচে মোহনবাগানের জয়ে গোলটি একেবারে ছবির মতো হয়েছে। মাঝমাঠ থেকে আক্রমণটি তৈরি হয়, তারপর দুই উইং সচল ছিল বলে গোলটি
কলকাতা লিগে এর আগে দুটি ম্যাচ ড্র করে মোহনবাগান। আটকে গিয়েছিল ভবানীপুর ও রেনবো এফসি-র বিপক্ষে। ডার্বি ম্যাচে দুই গোলে হারে মোহনবাগান। লিগে এগারো নম্বরে চলে গিয়েছিল মোহনবাগান। এদিন না জিতলে তাদের অবনমনে খেলার সম্ভাবনা বাড়ত। মরণবাঁচন ম্যাচে জয় পালতোলা নৌকার। গোল করেন থুমসল টংসিন।
ম্যাচের প্রথম ২০ মিনিট কোনও সুবিধে করতে পারেনি মোহনবাগান। তাদের আক্রমণগুলো বিপক্ষের মাঝমাঠে এসে আটকে গিয়েছে। দলের দুই ফরোয়ার্ড সুহেল ভাট, ফারদিন আলি মোল্লারা গোলের বলই পাননি। পিয়ারলেস পালটা আক্রমণ গড়লেও তারা অনভিজ্ঞতার কাছে হার মেনেছে। খেলার ২৩ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। বাঁদিক থেকে একক প্রয়াসে বল নিয়ে এগিয়ে ডি’বক্সের মধ্যে থেকে ডানপায়ের শটে গোল করেন ভিনরাজ্যের তারকা।
গোলের পরে মোহনবাগানকে যেমন দেখার কথা ছিল, সেটি দেখা যায়নি। তাদের কৌশলগুলো হারিয়ে গিয়েছে মিসপাসের জন্য। কোচ কার্ডেজো প্রি-সিজন প্র্যাকটিস কেমন করিয়েছেন, সেই নিয়ে সমর্থকদের মধ্যেও গুঞ্জন ছিল।
বিরতির পরে পিয়ারলেস আক্রমণ গড়লেও কাজের কাজ কিছু করতে পারেনি। তারা মোহনবাগানের রক্ষণের ভিড়ে আটকে গিয়েছে। ম্যাচের ৬৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল টাইসন সিংয়ের কাছে। তাঁর ফ্রিকিক প্রতিহত করেন পিয়ারলেস গোলরক্ষক সত্যব্রত। শেষেরদিকে মোহনবাগানের সালাউদ্দিনের গোল করার চেষ্টা বৃথা গিয়েছে।