শেষ আপডেট: 17th February 2024 19:36
দ্য ওয়াল ব্যুরো: আন্তোনিও লোপেজ হাবাসের হাতে পড়ে বদলে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। সুপার কাপে ব্যর্থ হলেও আইএসএলে ফের চেনা মেজাজে ফিরেছে সবুজ মেরুন দল।
শনিবার যুবভারতীতে ঘরের মাঠে তারা বিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেডকে রীতিমতো ছেলেখেলা করেছে। যে দলটি গত ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়েছে, সেই দলটিকে বেদম করে দিয়েছেন বাগানের ফরোয়ার্ডরা। মোহনবাগানের পক্ষে ফল ৪-২।
এদিন খেলা দারুণ জমে উঠেছিল। দর্শকরা মাঠে আসেন গোল দেখতে। ম্যাচের ৬০ মিনিটের মধ্যে ছ’টি গোল হয়েছে, তার মধ্যে বাগানের চারটি ও নর্থ ইস্টের দুটি গোল। মোহনবাগানের চার গোল হয়েছে মাত্র ১১ মিনিটের ব্যবধানে।
ম্যাচে এগিয়ে গিয়েছিল নর্থ ইস্ট। রেফারি কী কারণে পেনাল্টি দিলেন, তিনি নিজেই জানেন। ডিফেন্ডার দীপেন্দু বল ক্লিয়ারেন্স করতে গেলেন, আর পেনাল্টির বাঁশি দিলে তা থেকে গোল করেন টমি জুরিচ। ওই একটা গোলই বাগানের ফুটবলারদের জেদ বাড়িয়ে দিয়েছে। তারপরে সবুজ মেরুন দলের হয়ে সমতা ফেরানোর গোলটি করেন লিস্টন কোলাসো। তারপর বিরতির আগেই ইনজুরি টাইমে দলের হয়ে দ্বিতীয় গোল জেসন কামিন্সের।
বাগানের পক্ষে বাকি দুটি গোল দেন দিমিত্রি পেত্রাতোস (৫৩ মিনিট) ও সাহাল আবদুল সামাদ (৫৭ মিনিট)। চারটি গোলের ক্ষেত্রেই অবদান বলা চলে জনি কাউকোর। কেন কী কারণে কোচ হাবাস মাঝমাঠে হুগো বুমোসের বদলে কাউকোর ওপর ভরসা রেখেছিলেন, তা সমর্থকরা বুঝতে পেরেছেন। তিনি যেন রিয়ালের লুকা মদরিচ। যেভাবে বুটের ডগা দিয়ে পাস দেন লুকা, তেমনই যেন কাউকো গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। গোল না করলেও ম্যাচের সেরা কাউকো।
বিরতির পরে আবারও ম্যাচে জুরিচের গোলে সমতা ফেরায় নর্থ ইস্ট। ওই গোলের পরেই বিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে হাবাসের ছেলেরা। কাউকো, কামিন্স ও দিমির ত্রয়ীর সুবাদে আসে তৃতীয় গোল। দুর্দান্ত ফিনিশ করে নর্থইস্টের জালে বল জড়ান পেত্রাতোস। শেষ গোলটিও এসেছে কাউকোর ডিফেন্স চেরা থ্রু থেকেই।
এই ম্যাচ জয়ের সুবাদে মোহনবাগান চ্যাম্পিয়নের গন্ধ পেতে শুরু করে দিয়েছে। তারা তালিকায় উঠে এল দ্বিতীয় স্থানে। ১৪ ম্যাচ খেলে হাবাসের দলের পয়েন্ট ২৯, আর শীর্ষে রয়েছে ওড়িশা এফসি, তারা একটি ম্যাচ বেশি খেলে রয়েছে ৩১ পয়েন্টে।