শেষ আপডেট: 1st March 2024 21:50
দ্য ওয়াল ব্যুরো: যুবভারতীতে উজ্জ্বল মোহনবাগান। আইএসএলে জামশেদপুরের বিরুদ্ধে সবুজ মেরুন দল ৩-০ গোলে জয় পেয়েছে। পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এল মোহনবাগান।
শুক্রবার ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মোহনবাগান। তাদের হয়ে সাত মিনিটের মাথায় গোল দেন দিমিত্রি পেত্রাতোস। বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল মোহনবাগান।
বিরতির পরে সবুজ মেরুন দল আরও দুটি গোল দিয়েছে। হাবাসের কৌশলের কাছে বিপক্ষ দল পরাস্ত হয়েছে। মোহনবাগানের হয়ে ৬৮ মিনিটে জেসন কামিন্স ও ৮০ মিনিটে আর্মান্দো সাদিকু গোল করে দলের জয় নিশ্চিত করেছেন।
৬৮ মিনিটে কাউকোই প্রথম নিয়ে আক্রমণে ওঠেন। তিনি মনবীরকে পাস বাড়ান। মনবীর ওপেনিংয়ের জন্য কামিন্সের কাছে বল বাড়ান। রেহেনেশ তাঁর জায়গা ছেড়ে বেরিয়ে এলে কামিন্স দারুণ প্লেসিংয়ে বল জালে রাখেন।
মোহনবাগানের তিনটি গোলের ক্ষেত্রেই মনবীরের সোনার পাসে গোল করেছেন সাদিকু, দিমিত্রি ও কামিন্সদের মতো বিদেশি তারকারা। মনবীর বিপক্ষ রক্ষণে ত্রাসের সঞ্চার করছেন। পাশাপাশি মোহনবাগানের আরও একজন যেন হয়ে উঠেছেন দলের নিউক্লিয়াস। জনি কাউকোর প্রত্যাবর্তন স্মরণীয় হয়ে থাকছে এবারের মোহনবাগান দলে। তিনি যেভাবে সারা মাঠে দাপট রেখে দলকে খেলাচ্ছেন, তাতে করে প্রতিপক্ষ চিন্তায় পড়ে যাচ্ছে।
যে দলটি লাল হলুদ দলকে বেগ দিতে পেরেছিল, সেই খালিদ জামিলের দল সুবিধেই করতে পারেনি বাগানের বিরুদ্ধে। তারাও ম্যাচে বারবার আক্রমণে উঠেছে, কিন্তু গোল করার লোকের অভাব রয়েছে। যা একটু চেষ্টা করেছেন ড্যানিয়েল চিমা। এমনকী ইমরানকেও সপ্রতিভ লেগেছে। কিন্তু বাগানের সব তারকা যেভাবে ঝলমলে পারফরম্যান্স দেখাল, তাতে ওড়িশাকে ধরতে তাদের সমস্যা হবে না। এই জয়ে মোহনবাগানের পয়েন্ট হল ১৬ ম্যাচে ৩৩। দুই পয়েন্টে এগিয়ে ওড়িশা দল। তারা অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে হাবাসের দলের থেকে।