Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘নীল আকাশের পরি’ দুই বিমানকর্মীর মৃত্যু মণিপুরে কুকি-মেইতেই বিভেদকে শোকের সুতোয় জুড়ে দিলহাওড়ায় সিভিক ভলান্টিয়ারকে কান ধরে ওঠবোস: গ্রেফতার ২, ক্লোজ করা হল ওসিকেএবার থেকে স্যার বেকহ্যাম, নাইটহুড পেলেন ম্যান ইউ কিংবদন্তিNEET 2025: প্রায় ১০০ পার্সেন্টাইল পেয়ে শীর্ষে রাজস্থানের মহেশ! প্রথম দশে নেই কলকাতার কেউদেশের বাতাবিলেবুর স্বাদ পেতে ঘরে ফিরেছিলেন, বিমান দুর্ঘটনায় মৃত্যু প্রবাসী রমেশের রাস্তায় মারামারিতে হইচই পড়েছিল, দলের চাপে তরুণীকে ক্যাডবেরি খাওয়ালেন পানিহাটির কাউন্সিলর'ভারতের জাতীয় পতাকা-গান সরাতে বলেছিল', পাকিস্তানে ‘দঙ্গল’ মুক্তি পায়নি আমিরের সিদ্ধান্তেইমাছও ব্যথা পায়! মৃত্যুর আগে ২০ মিনিটের যন্ত্রণা, গবেষণায় ধরা পড়ল নয়া তথ্যইলিশের খোঁজে! শনিবার রাতে সুন্দরবন থেকে গভীর সমুদ্রে রওনা দিচ্ছে কয়েক হাজার ট্রলারজলস্তর বাড়বে তিস্তা-তোর্সার, সতর্ক করল আলিপুর, সপ্তাহান্তে প্রবল বৃষ্টি রাজ্যজুড়ে
Mohunbagan East Bengal Cricket Derby

ক্রিকেটের ডার্বিতেও হার ইস্টবেঙ্গলের

জেসি মুখার্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ৯ রানে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান। সৌরভ হালদারের ৪০ ও প্রদীপকুমার পানের দুই উইকেটে জয় মেরিনার্সদের।

ক্রিকেটের ডার্বিতেও হার ইস্টবেঙ্গলের

হার ইস্টবেঙ্গলের

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 17 May 2025 21:07

দ্য ওয়াল ব্যুরো: ‘যতো বার ডার্বি, ততো বারই হারবি।’ মোহনবাগানের (Mohunbagan) সমর্থকদের এই প্রিয় স্লোগান বারবার বাস্তবে পরিণত হচ্ছে। ফুটবলে তো গত কয়েক বছরে একবার ছাড়া ডার্বি জেতেনি ইস্টবেঙ্গল (East Bengal)। বয়সভিত্তিক প্রতিযোগিতাতেও লাল-হলুদ জার্সিধারী ফুটবলারদের একই হাল। পাশাপাশি হকি হোক বা ক্রিকেট, লাল-হলুদের হারের ধারা অব্যাহত।

ফের ক্রিকেটে মশাল ব্রিগেডের আগুন নেভাল মেরিনার্স। শনিবার জেসি মুখার্জি ট্রফির (JC Mukherjee Trophy) কোয়ার্টার ফাইনালে (Quarter Final)  ইস্টবেঙ্গল ৯ রানে হেরে গিয়েছে মোহনবাগানের কাছে।



দেশবন্ধু পার্কে এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে বাগান। তাদের ইনিংস শেষ হয়ে যায় ১৯.২ ওভারে ১৫৩ রানে। মেরিনার্সের দুই ওপেনার রণজ্যোৎ সিংহ খাইরা (১৭ বলে ৩১) এবং অঙ্কুর পাল (১১ বলে ২০) শুরুটা ভাল করলেও মাঝপথে খেই হারান মিডলঅর্ডার ব্যাটাররা। তবে ৩২ বলে ৪০ রান করে মোহনবাগানকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন সৌরভ হালদার। লাল-হলুদের হয়ে কণিষ্ক শেঠ পেয়েছেন ২৬ রানে ৪ উইকেট।

তবে লক্ষ্য খুব একটা বেশি না থাকলেও লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের ইনিংস থেমে যায় ৯ উইকেটে ১৪৪ রানে। যদিও একসময় পর্যন্ত মনে হচ্ছিল ম্যাচটি জিতে নেবে ইস্টবেঙ্গল। অভিষেক দাস (৩৪) এবং সন্দীপন দাস (৩৩) জয়ের ভিত তৈরি করে দিলেও জিততে পারেনি মশাল বাহিনী। শেষ দিকে ঋত্বিক চট্টোপাধ্যায় ৮ বলে ২২ রান করলেও দলের জয় আসেনি। মোহনবাগানের প্রদীপকুমার পান, এস যাদব এবং অনুরাগ তিওয়ারি দু’টি করে উইকেট নেন।


ভিডিও স্টোরি