জেসি মুখার্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ৯ রানে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান। সৌরভ হালদারের ৪০ ও প্রদীপকুমার পানের দুই উইকেটে জয় মেরিনার্সদের।
হার ইস্টবেঙ্গলের
শেষ আপডেট: 17 May 2025 21:07
দ্য ওয়াল ব্যুরো: ‘যতো বার ডার্বি, ততো বারই হারবি।’ মোহনবাগানের (Mohunbagan) সমর্থকদের এই প্রিয় স্লোগান বারবার বাস্তবে পরিণত হচ্ছে। ফুটবলে তো গত কয়েক বছরে একবার ছাড়া ডার্বি জেতেনি ইস্টবেঙ্গল (East Bengal)। বয়সভিত্তিক প্রতিযোগিতাতেও লাল-হলুদ জার্সিধারী ফুটবলারদের একই হাল। পাশাপাশি হকি হোক বা ক্রিকেট, লাল-হলুদের হারের ধারা অব্যাহত।
ফের ক্রিকেটে মশাল ব্রিগেডের আগুন নেভাল মেরিনার্স। শনিবার জেসি মুখার্জি ট্রফির (JC Mukherjee Trophy) কোয়ার্টার ফাইনালে (Quarter Final) ইস্টবেঙ্গল ৯ রানে হেরে গিয়েছে মোহনবাগানের কাছে।