মহম্মদ রিজওয়ান এবং হর্ষিত রানা
শেষ আপডেট: 23 February 2025 11:40
দ্য ওয়াল ব্যুরো: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভারত এবং পাকিস্তান খেলতে নেমেছে। গোটা ক্রিকেট বিশ্ব এই ম্যাচটার জন্য অপেক্ষা করছিলেন। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক টস জেতে এবং প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেয়। তবে খেলা চলাকালীন মহম্মদ রিজওয়ান এবং হর্ষিত রানা ঝামেলায় জড়িয়ে পড়লেন।
এই ম্যাচের ২১ ওভারে মহম্মদ রিজওয়ান দৌড়ে একটা রান চুরি করছিলেন। কিন্তু, তাঁর লাইনটা একেবারে ভুল ছিল। সেকারণে তিনি ভারতীয় পেস বোলার হর্ষিত রানাকে ধাক্কা মারেন। রিজওয়ানকে ভুল লাইনে দৌড়তে দেখে হর্ষিত রানা রেগে আগুন হয়ে যান। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
হর্ষিত একজন যথেষ্ট আক্রমণাত্মক ক্রিকেটার। আইপিএল টুর্নামেন্টে উইকেট শিকার করার পর বিপক্ষের ব্যাটারদের হামেশাই স্লেজ করেন তিনি। এমনকী, ব্যাটারদের কাটা ঘায়ে নুনের ছিটে দিতে তিনি ফ্লাইং কিসও দেন। সেকারণে একবার তাঁকে জরিমানার কবলেও পড়তে হয়েছিল।
Kalesh b/w Harshit Rana and Rizwan ????#INDvsPAK pic.twitter.com/v8UkbU7bK0
— CRICKET LOVER ???? (@Cricket960215) February 23, 2025
প্রথমে ব্যাট করতে নামলেও, পাক ব্যাটাররা শুরুটা ভাল করতে পারেননি। ইনিংস ওপেন করেছিলেন বাবর আজম এবং ইমাম উল হক। কিন্তু, তাঁরা খুব বেশি রান করতে পারেননি। বাবর আজম ২৬ বলে ২৩ রান করেন। হার্দিক পান্ডিয়া তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। এরপর ইমাম উল হক ২৬ বলে ১০ রান করেন। অক্ষর প্যাটেল তাঁকে রান আউট করে দেন। এই খবর লেখা পর্যন্ত পাকিস্তান ৩২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪২ রান করে। সাউদ শাকিল ৫৪ এবং মহম্মদ রিজওয়ান ৪২ রানে ব্যাট করছেন।