Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
নিম্নচাপের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় সতর্কতা, জমা জলে ভোগান্তির আশঙ্কা বাবার টাকায় গাড়ি, সোশ্যাল মিডিয়ায় নিজের বড়াই! 'বড়লোকি' দেখাতে গিয়ে ফাঁস যুবকের কীর্তিট্রাম্পের নয়া শুল্কনীতিতে ভারতের ওষুধ ও কপার রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা, ডেডলাইন ১ অগাস্ট Bharat Bandh: জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি, সকাল থেকে শুরু পুলিশের ধরপাকড়, ধস্তাধস্তি-বচসাসন্ত্রাসে জিরো টলারেন্স, ব্রাজিল সফরে দ্বিমুখী নীতির বিরোধিতা মোদীর, নিশানায় পাকিস্তান-চীন!তোলাবাজির অভিযোগে হাওড়া তৃণমূলের এক নেত্রীর স্বামীর চাকরি গেল, রাতেই নির্দেশ পুলিশ কমিশনারেটের'ঐশ্বর্যার ব্রায়ের হুকটা চেপে ধরে...' পরিচালকের কথা মতো সকলের সামনেই সেই কাজ করেন ববিউঁকি দিচ্ছে বক্ষযুগল, স্পষ্ট সবুজ ব্রাও, দিশার খোলামেলা পোশাক দেখে লোকজন বলছে, 'উফ কী সেক্সি!'দিল্লিতে পুরনো গাড়িকে আর তেল দেবে না পেট্রল পাম্প, কলকাতা কতদূর?‘মেট্রো… ইন দিনো’র সাফল্যে আপ্লুত সারা আলি খান, বললেন, 'আমি যা কিছু করি সবই...'

Rizwan vs Harshit: লাইভ ম্যাচে 'তর্কাতর্কি' রিজওয়ান-হর্ষিতের, ছড়াল চরম উত্তেজনা

হর্ষিত একজন যথেষ্ট আক্রমণাত্মক ক্রিকেটার।

Rizwan vs Harshit: লাইভ ম্যাচে 'তর্কাতর্কি' রিজওয়ান-হর্ষিতের, ছড়াল চরম উত্তেজনা

মহম্মদ রিজওয়ান এবং হর্ষিত রানা

শেষ আপডেট: 23 February 2025 11:40

দ্য ওয়াল ব্যুরো: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভারত এবং পাকিস্তান খেলতে নেমেছে। গোটা ক্রিকেট বিশ্ব এই ম্যাচটার জন্য অপেক্ষা করছিলেন। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক টস জেতে এবং প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেয়। তবে খেলা চলাকালীন মহম্মদ রিজওয়ান এবং হর্ষিত রানা ঝামেলায় জড়িয়ে পড়লেন।

LIVE ম্যাচে ঝামেলা তুঙ্গে

এই ম্যাচের ২১ ওভারে মহম্মদ রিজওয়ান দৌড়ে একটা রান চুরি করছিলেন। কিন্তু, তাঁর লাইনটা একেবারে ভুল ছিল। সেকারণে তিনি ভারতীয় পেস বোলার হর্ষিত রানাকে ধাক্কা মারেন। রিজওয়ানকে ভুল লাইনে দৌড়তে দেখে হর্ষিত রানা রেগে আগুন হয়ে যান। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

হর্ষিত একজন যথেষ্ট আক্রমণাত্মক ক্রিকেটার। আইপিএল টুর্নামেন্টে উইকেট শিকার করার পর বিপক্ষের ব্যাটারদের হামেশাই স্লেজ করেন তিনি। এমনকী, ব্যাটারদের কাটা ঘায়ে নুনের ছিটে দিতে তিনি ফ্লাইং কিসও দেন। সেকারণে একবার তাঁকে জরিমানার কবলেও পড়তে হয়েছিল।

দেখে নিন ভিডিও:

ক্রমশ ম্যাচের রাশ ধরছে পাকিস্তান

প্রথমে ব্যাট করতে নামলেও, পাক ব্যাটাররা শুরুটা ভাল করতে পারেননি। ইনিংস ওপেন করেছিলেন বাবর আজম এবং ইমাম উল হক। কিন্তু, তাঁরা খুব বেশি রান করতে পারেননি। বাবর আজম ২৬ বলে ২৩ রান করেন। হার্দিক পান্ডিয়া তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। এরপর ইমাম উল হক ২৬ বলে ১০ রান করেন। অক্ষর প্যাটেল তাঁকে রান আউট করে দেন। এই খবর লেখা পর্যন্ত পাকিস্তান ৩২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪২ রান করে। সাউদ শাকিল ৫৪ এবং মহম্মদ রিজওয়ান ৪২ রানে ব্যাট করছেন।


ভিডিও স্টোরি