আন্দ্রে চের্নিশভ
শেষ আপডেট: 30th January 2025 15:16
দ্য ওয়াল ব্যুরো: কোচের দায়িত্ব ছেড়ে রাশিয়া উড়ে গেছিলেন বুধবার রাতে। সকালে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন ইস্তফাপত্র জমা দেওয়ার কথা। রাখঢাক না করেই বলেছিলেন, পদ ছাড়ছেন তিন মাসের বকেয়া বেতন না মেলার কারণে।
মহামেডানে কোচের চেয়ার নিয়ে অচলাবস্থা শুরু হতে না হতেই ফের ইউ-টার্নে বদলে গেল ছবি। আজ ক্লাবের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বিদায়ী’ কোচ আন্দ্রে চের্নিশভ তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রাজি হয়েছেন। ক্লাবের দুই লগ্নিকারী সংস্থা শ্রাচী স্পোর্টস ও বাঙ্কার হিলসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরই বরফ গলেছে। দাবি মহামেডানের। এই অব্যবস্থা ঘোচানোর জন্য বিশেষ কৃতিত্ব দেওয়া হয়েছে বাঙ্কার হিলসের দীপক সিংকে। যাঁর সঙ্গে কথোপকথনের পরেই নাকি কোচের চেয়ারে বসার চিন্তাভাবনা শুরু করেন চের্নিশভ।
পাশাপাশি দুই সংস্থার সঙ্গে শেয়ারের বাঁটোয়ারা নিয়ে ক্লাবের যে দোলাচল চলছিল, তাও মিটেছে বলে মহামেডান সূত্রে খবর। মৌখিকভাবে সকলে একমত হয়েছেন। এখন কাগজে-কলমে সই করলেই সবকিছু মিটে যাবে। দাবি ক্লাবের।
উল্লেখ্য, চের্নিশভের সঙ্গে আগামি মরশুম পর্যন্ত চুক্তি রয়েছে মহামেডানের। অথচ বকেয়া বেতন নিয়ে অসন্তুষ্ট হয়ে চলতি মরশুমেই তিনি কাজ ছেড়ে দেশে ফিরে যান। শুধু তাই নয়। গোটা বিষয়টি ফিফাকে জানিয়ে ইতিমধ্যে একটি চিঠিও দেন চের্নিশভ। সেই চিঠির উত্তর আসে। তবু ক্লাবের তরফে আলোচনায় বসার কোনও উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে দুই লগ্নিকারী সংস্থার পদক্ষেপে জটিলতা কাটল। এখন দেখার কবে দেশে ফিরে দায়িত্ব নেন কোচ। শনিবার ম্যাচ মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। সেই ম্যাচে দায়িত্ব সামলানোর কথা সহকারি কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর।