শেষ আপডেট: 29th January 2025 14:23
দ্য ওয়াল ব্যুরো : অবশেষে বেজে গেল বিদায়ঘণ্টা। পদত্যাগ করলেন মহমেডান এসসি-র হেড কোচ আন্দ্রে চেরনিশভ। যদিও অনেকে দাবি করছেন, খারাপ পারফরম্য়ান্সের কারণেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে একথা সত্যি যে চলতি ইন্ডিয়ান সুপার লিগে একের পর এক ম্যাচে ব্যর্থতার খেসারত দিলেন তিনি। এই প্রথমবার আইএসএল টুর্নামেন্ট খেলতে নেমেছিল মহমেডান স্পোর্টিং ক্লাব। কিন্ত, অভিষেক মরশুমে তারা একেবারে জঘন্য পারফরম্যান্স করছে। ইতিমধ্যে ব্ল্যাক প্যান্থার্সদের সামনে বন্ধ হয়ে গিয়েছে সুপার সিক্সের দরজা।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি মরশুমের শুরুতে সাদা-কালো ব্রিগেড যথেষ্টই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে শুরু করেছিল। সেকারণে অনেকেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দলের সঙ্গেও তুলনা টানতে শুরু করেছিলেন। কিন্তু সময় যত এগিয়েছে, মহমেডান স্পোর্টিং ক্লাবের পারফরম্যান্স ততই নিম্নমুখী হয়েছে। আর এই অবনমনের কারণে দলের হেড কোচ চেরনিশভের উপরেও ক্রমশ কর্তাদের চাপ বাড়তে শুরু করেছিল। ইতিপূর্বে বেশ কয়েকবার পদত্যাগের গুঞ্জন শুনতে পাওয়া গেলেও, শেষপর্যন্ত দায়িত্বে বহাল রাখা হয়। অবশেষে মহমেডানের এই রাশিয়ান কোচ নিজেই পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
বর্তমানে আইএসএল পয়েন্টস টেবিলে মহমেডান এসসি ১৩ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। ১৭ ম্যাচে তারা মাত্র ১১ পয়েন্টই সংগ্রহ করতে পেরেছে। জিতেছে মাত্র ২ ম্যাচে। ড্র করেছে পাঁচটি। আর ১০ ম্যাচে দেখতে হয়েছে লজ্জার হার। আর সেকারণেই হেড কোচের পরিকল্পনা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। এই প্রশ্নের কোনও জবাব অবশ্য চেরনিশভের কাছে ছিল না। গত ম্যাচে তারা মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তিন গোলে পরাস্ত হয়েছে। আর এই পরাজয়ের পরই ধৈর্য্যের যাবতীয় বাঁধ ভেঙে যায়। শেষপর্যন্ত অবসরের সিদ্ধান্তেই সম্পর্ক ছিন্ন করলেন এই রাশিয়ান কোচ।
প্রসঙ্গত, আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) পরবর্তী ম্যাচ খেলতে নামবে মহমেডান এসসি। এই ম্যাচটা তাদের কাছে একেবারেই সহজ হবে না। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগান আপাতত লিগ টেবিলের শীর্ষে রয়েছে। কারণ প্রতিপক্ষের নাম মোহনবাগান সুপার জায়ান্ট। গত ম্যাচে মেরিনার্সদের বিরুদ্ধে ০-৩ গোলে হারতে হয়েছিল ব্ল্য়াক প্যান্থার্সদের। আগামী ম্যাচেও কি তেমনই কোনও ফলাফল অপেক্ষা করছে? নাকি চেরনিশভের অনুপস্থিতিতে বদলাতে পারে ফলাফল? সেটাই আপাতত দেখার অপেক্ষা।