শেষ আপডেট: 1st February 2025 23:34
দ্য ওয়াল ব্যুরো : শনিবার (১ ফেব্রুয়ারি) মিনি ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ৪-০ গোলে হেরে গিয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। এই হারের পর মহমেডান এসসি-র সহকারি কোচ মেহরাজউদ্দিন ওয়াডু রেফারির একটি সিদ্ধান্তকে কাঠগড়ায় তুললেন। তাঁর মতে, রেফারি চাইলে লাল কার্ডটা না'ই দেখাতে পারতেন।
ম্য়াচের প্রথমার্ধে ধাক্কাটা খায় মহমেডান। ইনজুরি টাইমে টম অলড্রেডকে বাজে ফাউল করেছিলেন মিরজালোল কাশিমোভ। ব্যাপারটা রেফারির নজর এড়ায়নি। সঙ্গে সঙ্গে তিনি লাল কার্ড দেখিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধে ১০ মিলে মোহনবাগানের বিরুদ্ধে লড়াই করতে হয় সাদা-কালো ব্রিগেডকে।
ম্য়াচের শেষে রেফারির এই সিদ্ধান্তের বিরুদ্ধে রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন মেহরাজ। তাঁর কথায়, 'মোহনবাগান দলটা যে কতটা শক্তিশালী, সেটা আমরা সকলেই জানি। ওদের বিরুদ্ধে লড়াইটা সবসময় কঠিন হয়। প্রথমার্ধে আমরা সেট পিস থেকে তো তিনটে গোল হজম করেই ফেলেছিলাম।'
Things take a turn for the worse for #MohammedanSC as they go down to 10-men! ????
— Indian Super League (@IndSuperLeague) February 1, 2025
Tune in to @Sports18-3, #StarSports1 and #AsianetPlus to watch #MSCMBSG or stream it FOR FREE only on @JioCinema: https://t.co/T5bEM7xPUH#ISL #LetsFootball #MBSG #KolkataDerby #MirjalolKasimov pic.twitter.com/lHG1eRLn0g
এরপর খানিক আক্ষেপের সুরে তিনি বললেন, 'তবে কাটা ঘায়ে নুনের ছিটে দিল লাল কার্ডের সিদ্ধান্তটা। আর মোহনবাগানের বিরুদ্ধে যখন একজন কম ফুটবলার নিয়ে মাঠে নামতে হয়, তাহলে ফলাফল যে কী হবে, তা সহজেই আশা করা যেতে পারে। তবে এই ম্য়াচের দ্বিতীয়ার্ধে আমাদের ফুটবলাররা যথেষ্ট ভালো পারফরম্য়ান্স করেছে। একদিকে মোহনবাগানকে আটকেছি। অন্য়দিকে, গোলের বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিলাম। যদিও একটা গোলও করতে পারিনি।