শেষ আপডেট: 29th January 2025 15:00
দ্য ওয়াল ব্যুরো : আদৌ কি পদত্যাগ করেছেন? না সরিয়ে দেওয়া হল? মহমেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, ফুটবলারদের পাশাপাশি এই রাশিয়ান কোচের বেতনও প্রায় ৩ মাস ধরে আটকে রেখেছিলেন সাদা-কালো কর্তারা। সেকারণে চেরনিশভ ইতিমধ্যে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনে অভিযোগও জানিয়েছিলেন। সমর্থকদের একাংশের দাবি, সেই কারণেই নাকি চেরনিশভকে সরিয়ে দেওয়া হয়েছে।
মহমেডানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর ইনস্টাগ্রামে একটি লম্বা-চওড়া পোস্ট করেছেন চেরনিশভ। তিনি লিখেছেন, 'প্রিয় বন্ধু এবং এই ক্লাবের সমর্থকবৃন্দ। আজকের দিনটা আমার কাছে সত্যিই খুব দুঃখের। আজ মহমেডান স্পোর্টিং ক্লাবের কোচের পদ থেকে সরে যাওয়ার জন্য কার্যত বাধ্য করা হল। ক্লাবের প্রত্যাশা পূরণ করতে না পারার কারণে আমার সঙ্গে চুক্তিভঙ্গ করা হয়েছে। শেষপর্যন্ত এই সিদ্ধান্ত নিতে আমি কার্যত বাধ্য হয়েছি।'
প্রসঙ্গত, বুধবার (২৯ জানুয়ারি) আচমকাই শোনা যায় যে আন্দ্রে চেরনিশভের সঙ্গে মহমেডান স্পোর্টিং ক্লাবের সম্পর্ক ছিন্ন হয়েছে। প্রথমে মনে করা হচ্ছিল যে দলের ব্যর্থতার কারণে চেরনিশভ নাকি নিজেই পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কিন্তু, পরবর্তীকালে শোনা যাচ্ছে যে ক্লাবের পক্ষ থেকে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। আন্দ্রে আরও লিখেছেন, 'আপনারা সকলেই জানেন যে এই ক্লাবটাকে আমি কতটা ভালবাসি। আমরা সকলেই একসঙ্গে সাফল্যের স্বাদ এবং ব্যর্থতার দায় ভাগাভাগি করে নিয়েছি। আমরা একে অপরকে যেমন ভালবাসার সুতোয় বেঁধে রেখেছিলাম, তেমনই ঝগড়াও হয়েছে প্রচুর। আমরা জিতেছি, হেরেছি... সবথেকে বড় কথা - একসঙ্গে আই লিগ জয় করেছি।'
View this post on Instagram
এরপর চেরনিশভের কথায় ঝরে পড়েছে একরাশ অভিমান। তিনি লিখেছেন, 'আমি এই দলটাকে আরও শক্তিশালী করতে চেয়েছিলাম। আগামী কয়েক মরশুমেই আমরা আইএসএলের সেরা ক্লাবগুলোর বিরুদ্ধে লড়াই করতে পারতাম। আমি অত্যন্ত পেশাদার একজন কোচ। এই দেশে ভাল ফলাফলেই লক্ষ্যেই আমি এসেছিলাম। কিন্তু, বলা হয়েছে যে ক্লাবের শর্তাবলী আমি পূরণ করতে পারিনি। একজন পেশাদার কোচ হিসেবে আমি বিনা বেতনে ৩ মাস কাজ করতে পারব না। এই মরশুমে আমাদের ঠিক কতটা প্রতিকূলতার মধ্যে দিয়ে এগোতে হচ্ছে, সেটা এখন আলোচনা করব না। প্রতিকূলতাকে আমি ভয় পাই না। কিন্তু, এটা কখনই একটানা চলতে পারে না। চোখের জলে শেষপর্যন্ত আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এই ব্যর্থতার যাবতীয় দায় ক্লাব কর্তৃপক্ষের। আমি আপনাদের সবাইকে খুব ভালবাসি। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।'