শেষ আপডেট: 28th January 2025 19:32
দ্য ওয়াল ব্যুরো : গত কয়েকদিন ধরেই একটি গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়তে শুরু করেছে। জানাই ভোঁসলের সঙ্গে নাকি সিরাজ চুটিয়ে প্রেম করছেন। জানাই আসলে সম্পর্কে আশা ভোঁসলের নাতনি হন। সম্প্রতি এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
গোটা দেশের ক্রিকেট সমর্থকরা আপাতত একটাই প্রশ্ন করছেন। প্রেমে পড়েছেন মহম্মদ সিরাজ? কিন্তু, সিরাজ এই জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন। এই সম্পর্কের সমীকরণ তিনি একেবারে স্পষ্ট করে দেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জানাই প্রথমে এই ছবিটা শেয়ার করেছিলেন। লিখেছিলেন, 'আমার প্রিয় ভাই।' সিরাজও তাঁকে 'বোন' বলে সম্বোধন করেছেন।
আপনারা সকলেই জানেন যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি মহম্মদ সিরাজের। আপাতত হায়দরাবাদের হয়ে রঞ্জি ট্রফি খেলবেন তিনি। প্রসঙ্গত, রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্বে বিদর্ভর বিরুদ্ধে খেলতে নামবে। আগামী ৩০ জানুয়ারি থেকে নাগপুরে শুরু হবে এই ম্যাচ। ইতিমধ্যে এই ম্যাচের জন্য অনুশীলন শুরু করে দিয়েছেন সিরাজ।
সম্প্রতি বর্ডার-গাভাসকার ট্রফিতে মহম্মদ সিরাজ খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারেননি। সত্যি কথা বলতে কী, তিনি শুধুমাত্র জসপ্রীত বুমরাহকে সাপোর্ট করে গিয়েছেন। পাঁচ ম্যাচের এই সিরিজে তিনি মোট ২০ উইকেট শিকার করেন। বোলিং গড় ৩১.১৫। তাঁর সেরা বোলিং পারফরম্যান্স ৯৮ রানে ৪ উইকেট।
তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহম্মদ সিরাজের অনুপস্থিতি অনেককেই হতবাক করেছে। কারণ গত তিন বছর ৫০ ওভারের ফরম্যাটে তিনি ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করে গিয়েছেন।