শেষ আপডেট: 22nd January 2025 18:06
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ সিরাজের সময়টা খুব একটা ভাল যাচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তো তাঁর সুযোগ হয়েইনি। এমনকী, ইংল্য়ান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট সিরিজেও জায়গা পাননি তিনি। উল্লেখ্য, গত বছর টিম ইন্ডিয়ার হয়ে সিরাজ ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকার করেছিলেন। কিন্তু, তারপরও তাঁর নাম কেটে দেওয়া হল। আর সেকারণেই এবার মহম্মদ সিরাজ ঘরোয়া ক্রিকেটের উপর জোর দিতে শুরু করেছেন।
রনজি ট্রফির দ্বিতীয় পর্বের জন্য ইতিমধ্যে হায়দরাবাদ ক্রিকেট দল অনুশীলন শুরু করে দিয়েছে। বিদর্ভের বিরুদ্ধে আগামী ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত খেলতে হবে। নাগপুরে এই ম্যাচের আয়োজন করা হবে। সেকারণেই জিমখানা ময়দানে অনুশীলন শুরু করে দিয়েছে হায়দরাবাদ। আর দলের সঙ্গে দেখতে পাওয়া গেল মহম্মদ সিরাজকেও।
হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি ভিডিও শেয়ার করা হয়েছেন। সেই ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, 'রনজি ট্রফিতে হায়দরাবাদ বনাম বিদর্ভ ম্যাচের জন্য মহম্মদ সিরাজ একেবারে প্রস্তুত। আজ থেকেই জিমখানা গ্রাউন্ডে উনি অনুশীলন শুরু করে দিয়েছেন।' সিরাজ নেটে স্থানীয় ব্য়াটারদের পূর্ণ শক্তিতেই বল করছেন।
ইতিপূর্বে, মহম্মদ সিরাজকে নিয়ে একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের কথায়, সিরাজ নাকি পুরনো বলে অতটাও কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারছেন না। অস্ট্রেলিয়ায় আয়োজিত বর্ডার-গাভাসকার ট্রফিতে খারাপ পারফরম্যান্সের কারণেই তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত সিরাজ ওয়ানডে ক্রিকেটে মাত্র ২২.৯৭ বোলিং গড়ে মোট ৭১ উইকেট শিকার করেছিলেন। এই সময় ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট তিনিই শিকার করেন।
গত বছর আয়োজিত আইপিএল টুর্নামেন্টের মেগা নিলামে সিরাজের কেরিয়ার এক নয়া শৃঙ্গ স্পর্শ করেছিল। গুজরাট টাইটান্স তাঁকে ১২.২৫ কোটি টাকার বিনিময়ে সই করিয়েছে। আসলে সিরাজের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে নিয়ে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছিল। শেষপর্যন্ত গুজরাট বাজিমাত করে বেরিয়ে যায়।