Latest News

Mohammed Siraj: লজ্জার নজির গড়লেন সিরাজ, বোলিংয়ে তিনি যেন বড়লোকের বাউন্ডুলে ছেলে

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলে তিনি বোলার হিসেবে দারুণ সফল। সেই মহম্মদ সিরাজ (Mohammed Siraj) আইপিএলে (IPL 2022) তেমন দাগই কাটতে পারলেন না। অথচ বিরাট কোহলিদের দলের অন্যতম ভরসা ছিলেন তিনি।

চলতি আইপিএলের একটি হিসেব সামনে এসেছে। দেখা গিয়েছে, ১৫টি ম্যাচে বোলিং করে সিরাজ ছয় খেয়েছেন মোট ৩১টি, যা কিনা রেকর্ডই বলা যেতে পারে। সিরাজের মতো নামী পেসারের বোলিং দেখে মনে হয়েছে তিনি যেন বড়লোকের বাউন্ডুলে ছেলে। কোনও হিসেব নেই, দেদার মার খেয়েছেন বিপক্ষ ব্যাটসম্যানদের কাছে।

আইপিএলই সোনার খনি, তিনটি ভারতীয় দল হয়ে যাবে, বলছেন ফাফ ডু’প্লেসি

২০১৮ সালের আইপিএলে চেন্নাইয়ের ডোয়েন ব্র্যাভো ১৬ ম্যাচে ২৯টি ওভার বাউন্ডারি খেয়েছিলেন। যজুবেন্দ্র চাহাল ১৪টি ম্যাচে ২৮টি ছয় খান ২০১৫ সালের আইপিএলে।

সিরাজের পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্পিনার ওয়ারিন্দু হাসারাঙ্গা ১৬ ম্যাচে ২৮টি ছয় হজম করেছেন, উইকেট নিয়েছেন মোট ২৬টি। সেদিক থেকে সিরাজের বোলিং একেবারেই ভাল হয়নি। তিনি উইকেট পেয়েছেন মোট নয়টি। আরসিবি-র ব্যর্থতার অন্যতম কারণ হল, দলের বোলিংও। কোনওভাবেই ছন্দ দেখাতে পারেননি বেঙ্গালুরুর বোলাররা।

You might also like