শেষ আপডেট: 9th January 2024 15:12
দ্য ওয়াল ব্যুরো: মলদ্বীপ ইস্যুতে তোলপাড় গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের পরেই মলদ্বীপের তিন মন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। মোদী ও ভারতের বিরুদ্ধে কুমন্তব্য করার অভিযোগ উঠেছে। সেই থেকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র চলছে 'বয়কট মলদ্বীপ' ট্রেন্ড। এবার সেই তালিকায় নাম লেখালেন সদ্য 'অর্জুন' পুরস্কারপ্রাপ্ত ভারতের পেস বোলার মহম্মদ শামি। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী যখন চাইছেন দেশকে এগিয়ে নিয়ে যেতে, আমাদেরও উচিত তাঁর পাশে দাঁড়ানো!'
অনেক রাজনীতিবিদ থেকে শুরু করে তারকারা ইতিমধ্যেই 'মলদ্বীপ' বিতর্ক ইস্যুতে মুখ খুলতে শুরু করেছেন। কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন, কেউ আবার প্রকাশ্যেই মুখ খুলছেন। বেশিরভাগ মানুষের কথায়, মলদ্বীপ যাবেন না! সোশ্যাল মিডিয়ায় সেই প্রচারই চলছে।
মঙ্গলবার সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে শামি বলেন, 'আমরা ভারতীয়। আমাদের সবার আগে দেখা উচিৎ দেশের স্বার্থ। আমি মনে করি দেশের পর্যটনকে বিশ্বের কাছে তুলে ধরা উচিৎ। এটা দেশের জন্য ভাল। আমাদের প্রধানমন্ত্রী চাইছেন দেশকে এগিয়ে নিয়ে যেতে। আমাদের উচিৎ তাঁর পাশে দাঁড়ানো।'
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে মঙ্গলবারই অর্জুন পুরস্কার নেন শামি। মেরুন শুটে বেশ মানিয়েছে তাঁকে। সদ্য সমাপ্ত একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে ২৪টি উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন 'সাহসপুর এক্সপ্রেস'। তারপরই দেখা যায়, কেন্দ্র সরকার তাঁর নাম অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করে।
সম্প্রতি লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন মোদী। লাক্ষাদ্বীপ থেকে ফেরার পর সেখানকার বেশ কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী। সমাজমাধ্যমে সেই পোস্ট দেখার পরেই মলদ্বীপের যুব ক্ষমতায়ন মন্ত্রকের মন্ত্রী শিউনা মোদীকে 'জোকার' বলে সম্বোধন করে লেখেন, "ইসরায়েলের হাতের পুতুল শ্রী নরেন্দ্র ডাইভার লাইফ জ্যাকেট পরে দাঁড়িয়ে রয়েছেন!" ভারতকে গোবরের সঙ্গে তুলনা করেন তিনি। মলদ্বীপ সরকারের আরও এক প্রতিমন্ত্রী এবং শিউনার সহকর্মী মালশা শরিফ এবং মন্ত্রী হাসান জিহান শিউনাকে সমর্থন করে একই ধরনের অপমানজনক মন্তব্য করেন।
এই মন্তব্যের পরই বিতর্ক শুরু হয়। অনেক ভারতীয়র কাছেই ছুটির প্রিয় ডেস্টিনেশন মলদ্বীপ। কিন্তু এই বিতর্কের পরই 'মলদ্বীপ' যেতে নারাজ অনেকেই। প্ল্যান পাল্টে লাক্ষাদ্বীপ করছেন এমন মানুষের অভাব নেই। এমনকী, বিপুল সংখ্যক ভারতীয় জানান তাঁরা মলদ্বীপের টিকিট বাতিল করে দিচ্ছেন।