শেষ আপডেট: 6th February 2025 16:43
দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষার প্রহর ক্রমশ দীর্ঘ হচ্ছিল। চোট সারিয়ে কামব্যাকের পর এই প্রথম ওয়ানডে ম্য়াচ খেলতে নেমেছেন মহম্মদ সামি। ইতিপূর্বে টি-২০ ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তন হলেও কোনও উইকেট শিকার করতে পারেননি। কিন্তু, ওয়ানডে সিরিজে এই খরা কাটিয়ে ফেললেন তিনি। ব্রাইডন কার্সকে ক্লিন বোল্ড করে বুঝিয়ে দিলেন তাঁর টাইম বোধহয় এসে গিয়েছে।
৪০ ওভারে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ফিরিয়ে আনেন টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামিকে। ওভারের পঞ্চম বলে তিনি কার্সকে ক্লিন বোল্ড করে দিলেন। বাংলার এই পেস ব্যাটারি উইকেট শিকার করতে না করতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বইতে শুরু করেন।
Mohammed Shami picks carse wicket.
— Chakri Goud ???????? (@Chakrigoud2211) February 6, 2025
What a ball ????????
Shami looking so good today . pic.twitter.com/3zIcNcMNRb
এই প্রসঙ্গে বলে রাখা দরকার, নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড প্রথম ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হয়েছে। প্রথম ১০ ওভারে ইংল্যান্ড ঝোড়ো ব্যাটিং করলেও, ফিল সল্ট রান আউট হতেই ব্রিটিশদের ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৪২ ওভার শেষে ইংল্যাান্ড ৭ উইকেট হারিয়ে মাত্র ২১৮ রান করেছে।
একদিনের ক্রিকেটে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে ২০২৩ সালের বিশ্বকাপে শেষবার মহম্মদ সামিকে দেখতে পাওয়া গিয়েছিল। এই টুর্নামেন্টে তিনি সর্বাধিক উইকেটও শিকার করেছিলেন। এরপর চোটের কারণে প্রায় বছর দেড়েক তিনি টিম ইন্ডিয়ার বাইরে ছিলেন। এরমধ্যে তাঁর অপারেশনও করানো হয়। ইতিমধ্যে বেশ কয়েকবার তাঁর প্রত্যাবর্তনের গুঞ্জম শোনা গেলেও, শেষপর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে দেখতে পাওয়া যায়নি। অবশেষে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ওয়ানডে সিরিজে কামব্যাক করলেন। জসপ্রীত বুমরাহ যদি একান্তই চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলতে পারেন, তাহলে আইসিসি-র এই মেগা ইভেন্টে সামিকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে।