শেষ আপডেট: 6th March 2025 17:54
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্যান্স করছে। ইতিমধ্য়ে টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছে। আগামী রবিবার (৯ মার্চ) আয়োজিত ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়াকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। ভারতীয় ক্রিকেট দলের এই সাফল্যে আপাতত গোটা দেশ গর্বিত।
ইতিমধ্যে টিম ইন্ডিয়ার পেস তারকা মহম্মদ সামি একটি অযাচিত বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন। আসলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল ম্যাচ খেলার সময় তিনি রোজা ভাঙেন এবং এনার্জি ড্রিঙ্ক পান করেছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মহম্মদ সামিকে রোজা ভাঙতে দেখে মুসলিম সম্প্রদায়ের একদল ক্রিকেট সমর্থক সোশ্যাল মিডিয়ায় বিপ্লব শুরু করেছেন। এবার এই বিতর্কে কিছুটা হলেও নিজের হাত সেঁকে নিলেন সর্বভারতীয় মুসলিম জামাত সংগঠনের সভাপতি মৌলানা সাহাবুদ্দিন রাজভি বরেইলভি।
সংবাদসংস্থা ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'মুসলিম সম্প্রদায়ের মানুষজনের কাছে একটি বাধ্যতামূলক কর্তব্য হল এই রোজা পালন করা। যদি কোনও সুস্থ পুরুষ কিংবা মহিলা রোজা না রাখেন, তাহলে সেটা মস্ত বড় অপরাধ হিসেবে গণ্য় করা হবে। ভারতের ক্রিকেট তারকা মহম্মদ সামি ম্যাচ চলাকালীন জলপান করেছেন।'
মহম্মদ সামির শারীরিক সুস্থতার কথা উল্লেখ করে রাজভি আরও জানিয়েছেন, 'সবাই ওঁকে দেখছেন। যদি উনি খেলতে পারেন, তাহলে যে শারীরিকভাবে সুস্থ, তা ধরে নেওয়া যেতেই পারে। এই অবস্থায় উনি রোজা পালন করলেন না। এমনকী, জলপান করলেন। এটা সাধারণ মানুষের কাছে একটা ভুল বার্তা পৌঁছে দিল।'
#WATCH | Bareilly, UP: President of All India Muslim Jamaat, Maulana Shahabuddin Razvi Bareilvi says, "...One of the compulsory duties is 'Roza' (fasting)...If any healthy man or woman doesn't observe 'Roza', they will be a big criminal...A famous cricket personality of India,… pic.twitter.com/RE9C93Izl2
— ANI (@ANI) March 6, 2025
মৌলানা রাজভির কথায়, 'রোজা না রেখে মহম্মদ সামি এটা মস্ত বড় অপরাধ করেছেন। ওঁর এই কাজটা করা একেবারে উচিত হয়নি। ঈশ্বরের কাছে জবাব দিতে হবে।'
এই কঠিন পরিস্থিতিতে মহম্মদ সামির পাশে দাঁড়িয়েছেন NCP-SCP সাংসদ রোহিত পাওয়ার। তিনি মনে করেন, খেলাধুলোর সঙ্গে ধর্মকে মিশিয়ে ফেলা একেবারে উচিত নয়। মহম্মদ সামির জন্য গোটা মুসলিম সম্প্রদায়ের গর্ব হওয়া উচিত।
#WATCH | On Team India fast bowler Mohammad Shami, NCP-SCP MLA Rohit Pawar says, " While representing the country, if Mohammad Shami feels that his performance might get even slightly affected due to fasting and what if something happens, then he will never be able to sleep. He… pic.twitter.com/lFpz8ULKry
— ANI (@ANI) March 6, 2025
রোহিত পাওয়ারক বললেন, 'মহম্মদ সামি একটা দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। যদি ওঁর মনে হয় যে উপবাসের কারণে পারফরম্যান্সে কুপ্রভাব পড়ছে, তাহলে নিজেকে কখনই ক্ষমা করতে পারবে না। ও একজন কট্টর ভারতীয়। বহুবার দেশকে জিতিয়েছে। ধর্মকে কখনই খেলাধুলোর সঙ্গে মিশিয়ে ফেলা উচিত নয়। আপনি কোনও মুসলিমকে যদি সামির ব্যাপারে প্রশ্ন করেন, তাহলে সেও এই ভারতীয় বোলারকে নিয়ে গর্বিত হবে।'