শেষ আপডেট: 8th March 2025 00:08
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ইতিমধ্যে গোধূলি লগ্নের দিকে পা বাড়িয়েছে। রবিবার অর্থাৎ ৯ মার্চ ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। রোহিতের শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে। অন্যদিকে, জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে মহম্মদ সামিও বল হাতে নজর কেড়েছেন। ইতিমধ্যে সামি একটি অযাচিত বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন। আসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে তিনি এনার্জি ড্রিঙ্ক পান করছিলেন। এই ছবি স্পষ্ট করে দেয় যে সামি রোজা ভেঙেছেন। অন্যদিকে গত ১ মার্চ থেকে রমজান মাস শুরু হয়েছে। এই বিতর্কে এবার হাত সেঁকলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার।
মহম্মদ সামি মুসলিম সম্প্রদায়ভুক্ত। আপনারা সকলেই জানেন যে রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের লোকজন রোজা রাখেন। এই একটা মাস ধরে তাঁরা সকালবেলা সেহরি দিয়ে রোজা শুরু করেন। আর ইফতার দিয়ে তা শেষ হয়। রোজা চলাকালীন খাওয়াদাওয়া তো দুরের কথা, কেউ একফোঁটা জলও পান করতে পারেন না। তবে ইতিমধ্যে অনেকেই মহম্মদ সামির পাশে দাঁড়িয়েছেন। সবাই একবাক্যে স্বীকার করেছে, ধর্মের চেয়ে দেশের স্বার্থকে এগিয়ে রেখেছেন সামি।
ভিডিও শেয়ার করেছেন শোয়েব আখতার
Roza is not an excuse. Its a motivation. Nothing should stop your from training. Use it in your benefit. #Ramzan #training pic.twitter.com/V2k7Fb297Y
— Shoaib Akhtar (@shoaib100mph) March 6, 2025
পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, অনুশীলন করার পর তিনি মাঠের মধ্যে হাঁটছেন। সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, 'রোজা করা কোনও বাধ্যতামূলক নয়। এটা আপনাকে অনুপ্রেরণা দেয়। আপনার অনুশীলনের পথে কোনওকিছু বাধা হতে পারে না। এই রোজাকে নিজেদের সুবিধামতো ব্যবহার করুন।'
মহম্মদ সামি নিজের ধর্মের প্রতি যেমন সৎ, ঠিক তেমনই দেশের প্রতি কর্তব্যপরায়ণ। এটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। অনেকেই এই বিতর্কের সময় সামির পাশে দাঁড়িয়েছেন। তাঁরা স্বীকার করেছেন যে দেশের প্রতি কর্তব্যকে সামি সবসময় ধর্মের চেয়ে এগিয়ে রেখেছেন। একদিকে পাকিস্তান ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করলেও, মাত্র ৪ দিনের মধ্যে বিদায় নিয়েছে। অন্যদিকে টিম ইন্ডিয়া টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে নামছে। আর ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই সামি ৫ উইকেট শিকার করেছিলেন।