শেষ আপডেট: 9th February 2024 19:21
দ্য ওয়াল ব্যুরো: আবারও ধর্ম নিয়ে সোজাসাপটা মহম্মদ শামি। ওয়ান ডে বিশ্বকাপের সময় উইকেট নেওয়ার পরে তাঁর হাঁটু মুড়ে বসে উল্লাস নিয়ে বিতর্ক হয়েছিল। তিনি সেবারও ওই বিতর্ককে বাউন্ডারি লাইনের বাইরে পাঠিয়েছিলেন।
এমনকী শামি মাঠের ধারে ফিল্ডিং করার সময়ও তাঁর দিকে জয় শ্রীরাম মন্তব্য ছুড়ে দেওয়া হলেও তিনি নির্বিকার থাকেন। কিন্তু একটি বেসরকারী টিভি চ্যানেলে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে বিশ্বকাপের সেরা পেসার জানিয়ে দিয়েছেন, ধর্ম নিয়ে ভেদাভেদ করার মানুষও যেমন রয়েছেন, আবার একসঙ্গে মিশে থাকার মানসিকতার মানুষও রয়েছে। বিভিন্ন ধর্মে মুষ্টিমেয় কিছু মানুষ থাকেন, যারা সবসময় অন্য ধর্মের মানুষদের অপছন্দ করেন। এগুলো আপনি দ্রুত বদলে ফেলতে পারবেন না। এই মানুষগুলো থাকবেই।
শামি আরও জানান, আমার কাছে জয় শ্রীরাম হাজারবার বললেও সমস্যা নেই, আবার আল্লাহ আকবর বলতেও সমস্যা নেই। যাঁর যাঁর ধর্ম নিজের কাছে। তিনি রামমন্দির প্রতিষ্ঠা প্রসঙ্গ টেনেই বলেছেন, আমি যদি হাজার বার জয় শ্রীরাম বলি, তাতে ক্ষতি কিসের? আমি তো প্রথমে একজন ভারতীয়, তারপর মুসলিম। আমি দুটিকেই নিয়েই সমান গর্বিত।
ভারতীয় পেসার এই মুহূর্তে লন্ডনে রয়েছেন চোটের চিকিৎসা করাতে। কবে মাঠে ফিরবেন, সেই নিয়ে অনিশ্চয়তা রয়েছে। শামি মাঠে না ফিরলেও তিনি যে মেজাজে রয়েছেন, সেটি তাঁর বিবৃতিতেই পরিষ্কার।