বিবাহবিচ্ছিন্ন স্ত্রী ও মেয়ের ভরণপোষণ সংক্রান্ত মামলায় বড়সড় আর্থিক ধাক্কা খেলেন ভারতীয় পেসার মহম্মদ শামি (Mohammed Shami)।
ভারতীয় পেসার মহম্মদ শামি
শেষ আপডেট: 1 July 2025 18:14
দ্য ওয়াল ব্যুরো: বিবাহবিচ্ছিন্ন স্ত্রী ও মেয়ের ভরণপোষণ সংক্রান্ত মামলায় বড়সড় আর্থিক ধাক্কা খেলেন ভারতীয় পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) জানিয়ে দিল, স্ত্রী হাসিন জাহানকে (Hasin Jahan) প্রতি মাসে মোট ৪ লক্ষ টাকা দিতে হবে তাঁকে। এই অর্থের (alimony case) মধ্যে রয়েছে—হাসিনের জন্য দেড় লক্ষ এবং মেয়ের জন্য আড়াই লক্ষ টাকা। বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের পর্যবেক্ষণ, “শামি একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার। তিনি এই পরিমাণ টাকা দিতে পারবেন।”
২০১৮ সালে প্রথম ভরণপোষণ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন হাসিন জাহান। তখন তিনি ৭ লক্ষ টাকা নিজের জন্য এবং আরও ৩ লক্ষ টাকা মেয়ের পড়াশোনার খরচ বাবদ দাবি করেন। তবে সেই সময় আলিপুর আদালত তাঁর আর্জি খারিজ করে দিয়ে প্রতি মাসে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল।
সেই রায়ের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে যান হাসিন। আদালতে তিনি জানান, ২০২১ সালে শামির বার্ষিক আয় ছিল প্রায় ৭.২ কোটি টাকা। তাঁর বক্তব্য, মেয়ের শিক্ষার খরচ বাবদ মাসে গড়ে ৬ লক্ষ টাকা প্রয়োজন। সেই সব তথ্য খতিয়ে দেখে এবার হাইকোর্ট নির্দেশ দেয়, মাসে ৪ লক্ষ টাকা করে দিতে হবে স্ত্রী ও সন্তানকে।
হাইকোর্টের পর্যবেক্ষণ, “হাসিন জাহান একাই মেয়ের সমস্ত দায়িত্ব পালন করছেন। এই পরিস্থিতিতে ভরণপোষণ বাবদ টাকা বৃদ্ধি প্রয়োজন। শামি চাইলে মেয়ের জন্য অতিরিক্ত খরচও করতে পারেন।”