শেষ আপডেট: 22nd January 2025 19:03
দ্য ওয়াল ব্যুরো : আশা করা হয়েছিল ইডেন গার্ডেন্সে ফের আন্তর্জাতিক ক্রিকেটে কামব্য়াক করবেন মহম্মদ সামি। ২০২৩ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে শেষবার সামিকে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল। কিন্তু, বুধবার (২২ জানুয়ারি) ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে বাংলার এই তারকা পেসারকে রাখা হয়নি। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে সমর্থকদের একাংশ রাগে ফুটতে শুরু করেছেন।
যদিও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্য়াটার আকাশ চোপড়া এই সিদ্ধান্তের পিছনে একটি যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করেছেন। তাঁর কথায়, ইডেনের উইকেটে সাধারণত স্পিন সহায়ক হয়ে থাকে। সেকারণেই সূর্যকুমার যাদব স্পিন বোলারদের উপর বেশি করে জোর দিয়েছেন। আদতে কিন্তু, সেটাই হয়েছে। এই ভারতীয় ক্রিকেট দলে কিন্তু তিনজন স্পিনার নিয়ে খেলতে নেমেছে। তাঁরা হলেন অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই এবং বরুণ চক্রবর্তী। দলে মাত্র একজনই পেস বোলার রাখা রয়েছে। তিনি হলেন 'পঞ্জাব মেল' আর্শদীপ সিং।
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, নীতীশ কুমার রেড্ডি, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং।
এই ম্যাচে টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। কারণটা অবশ্যই শিশির। রাত যত বাড়তে, শিশির ততই বেশি পড়বে। এই পরিস্থিতিতে বল করা অনেকটাই কঠিন হবে যাবে। এই পরিস্থিতিতে সূর্যের সিদ্ধান্ত যে একেবারে পিকচার পারফেক্ট, তা বলা যেতেই পারে। এবার আগামী ৪০ ওভার দুটো দল কেমন পারফরম্যান্স করে সেটাই আপাতত দেখার।