শেষ আপডেট: 28th January 2025 23:06
দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ায় ৪৩৬ দিন পর কামব্যাক করেছেন মহম্মদ সামি। প্রত্যাবর্তনের এই ম্যাচে বল হাতে একেবারেই নজর কাড়তে পারেননি বাংলার এই পেস ব্যাটারি। ঝুলিতে আসেনি একটাও উইকেট। কিন্তু, ব্যাট করতে নেমে ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয় জয় করেছেন তিনি। হাঁকিয়েছেন একটি বিশাল ছক্কা। যদিও টিম ইন্ডিয়ার পরাজয় আটকাতে পারেননি তিনি।
১৯ ওভারের প্রথম বলে হার্দিক পান্ডিয়া আউট হয়ে যাওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন মহম্মদ সামি। ওভারের দ্বিতীয় বলটা ওয়াইড করেন ওভারটন। পরের বলে হালকা করে একটি সিঙ্গল চুরি করে নিয়েছিলেন সামি। পরের বলে ধ্রুব জুরেল ফের সামিকে স্ট্রাইক ফিরিয়ে দেন। এরপর চতুর্থ বলে একটা সুবিশাল ছক্কা সামির চওড়া ব্যাট থেকে বেরিয়ে আসে। মিড উইকেটের উপর দিয়ে বলটা কার্যত গোলার মতো বেরিয়ে যায়। চরম হতাশার মধ্যেও কিছুটা আনন্দের অক্সিজেন পেয়েছিল টিম ইন্ডিয়া।
কিন্তু, এই আনন্দ অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। ওভারের শেষ বলে ওভারটনের হাতেই শিকার হয়ে ফিরতে হয় সামিকে। লং অনে একটি সহজ ক্যাচ ধরলেন হ্যারি ব্রুক। শেষপর্যন্ত ভারতের এই ক্রিকেটারকে ৪ বলে ৭ রান করে ফিরতে হয়। স্ট্রাইক রেট ১৭৫! সামির এই ছক্কা দেখে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বইতে শুরু করেছে।
Mohammed shami has a better bat flow than sanju samson pic.twitter.com/O0vamGS8ax
— Name cannot be blank (@Quickadii) January 28, 2025
Mohammed Shami smashed a six to England #MohammedShami #INDvsENG pic.twitter.com/qskMSoN6Fh
— Aman Deep Saxena (@aman_saxena_03) January 28, 2025
Mohammed Shami gone for six well played
— ????????Kshitij | क्षितिज???????? (@KshitijKharabe) January 28, 2025
যদিও শেষপর্যন্ত এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ২৬ রানে হেরে গিয়েছে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। ৯ উইকেট হারিয়ে তারা ১৭১ রান তোলে। ভারতীয় বোলারদের মধ্যে একাই ৫ উইকেট শিকার করেছিলেন বরুণ চক্রবর্তী। আশা ছিল, ভারতীয় ব্যাটাররা এই রানটা হেলায় করতে পারবেন। কিন্তু, নিয়মিত ব্যবধানে তারা উইকেট খুইয়ে প্যাভিলিয়নে ফিরে আসে। একা হার্দিক পান্ডিয়া (৪০) ছাড়া আর কেউ লড়াই করতে পারলেন না। পাঁচ ম্যাচের এই সিরিজে টিম ইন্ডিয়া আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে আগামী ৩১ জানুয়ারি আয়োজিত সিরিজের চতুর্থ ম্যাচেই সকলের নজর থাকবে।