শেষ আপডেট: 2nd March 2025 18:38
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে এক আশঙ্কার মেঘ ঘুরপাক খেতে শুরু করেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্য়াচে আদৌ বল করতে পারবেন মহম্মদ সামি? ব্যাট করতে নেমে ডান কাঁধে মারাত্মক চোট পেয়েছেন তিনি। আগেও ঠিক এখানেই তিনি চোট পেয়েছিলেন। অবস্থা এতটাই গুরুতর ছিল যে ভারতীয় ক্রিকেট দলের ফিজিওকে শেষপর্যন্ত মাঠে দৌড়ে আসতে হয়। এই পরিস্থিতিতে তিনি আদৌ বল করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভারতীয় ইনিংস তখন একেবারে অন্তিমলগ্নে দাঁড়িয়ে রয়েছে। শেষ ওভারে হেনরির পঞ্চম বলটা একেবারে স্লোয়ার ডেলিভারি ছিল। ব্যাটে-বলে টাইমিংটা সঠিক করতে পারেননি সামি। কোনওক্রমে বলটা মিড অফের দিকে ঠেলে দিয়ে ২ রান নিতে চেয়েছিলেন। কিউয়ি ফিল্ডার বলটা নিয়ে উইকেটকিপারের দিকে থ্রো করেন। কিন্তু, বলটা সরাসরি সামির ডান কাঁধে আঘাত করে।
এরপর তিনি যন্ত্রণায় কাতরাতে শুরু করেন। সঙ্গে সঙ্গে হাতের ব্যাটটা মাটিতে ছুঁড়ে ফেলে দেন। এরপর ভারতীয় ড্রেসিংরুম থেকে দৌড়ে আসেন দলের ফিজিও। তিনি পেইন কিলার দিয়ে যন্ত্রণা সামান্য কমিয়ে দেন। সামির চোখ-মুখ দেখেই যন্ত্রণার পরিমাণ বুঝতে পারা যাচ্ছিল। এই ঘটনায় বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখা হয়। যাতে শেষ বলটা অন্তত খেলে ফিরতে পারেন সামি। কিন্তু, ওভারের শেষ বলে জোরে ব্যাট চালান টিম ইন্ডিয়ার এই পেস তারকা। অবশেষে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
প্রসঙ্গত, এই ম্যাচে টিম ইন্ডিয়া টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল। নির্ধারিত ৫০ ওভারে টিম ইন্ডিয়া ৯ উইকেটে ২৪৯ রান করে। ভারতের শুরুটা অবশ্য খুব একটা ভাল হয়নি। মাত্র ৩০ রানের মধ্যে দলের তিনজন টপ অর্ডার ব্যাটার (রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলি) প্যাভিলিয়নে ফিরে যান। এরপর দলের হাল ধরেন শ্রেয়স আইয়ার। ৯৮ বলে তিনি ৭৯ রান করলেন। সঙ্গে তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অক্ষর প্যাটেল (৪২)। শেষবেলায় জ্বলে উঠলেন হার্দিক পান্ডিয়া। ৪৫ বলে ৪৫ রান করলেন তিনি। কিউয়ি ব্রিগেডের হয়ে একাই ৫ উইকেট শিকার করলেন ম্যাট হেনরি। এই উইকেটে ভারতীয় বোলাররা কেমন পারফরম্যান্স করতে পারেন, সেটাই আপাতত দেখার।