শেষ আপডেট: 11th March 2024 23:16
দ্য ওয়াল ব্যুরো: জুন মাসে শুরু হয়ে যাবে টি ২০ বিশ্বকাপ। সেই মেগা আসরে খেলতে পারবেন না পেসার মহম্মদ শামি। এমনকী তিনি এবারের আইপিএলেও খেলতে পারবেন না।
সম্প্রতি লন্ডনে অস্ত্রোপচার হয়েছে ভারতীয় দলের নামী পেসারের। এখনও তিনি বিছানায় শয্যাশায়ী রয়েছেন। এদিন বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দিয়েছেন, শামিকে পাওয়া যাবে টি ২০ বিশ্বকাপের পরে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে।
গত ওডিআই বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ফাস্ট বোলার সম্প্রতি গোড়ালির অস্ত্রোপচারের জন্য লন্ডনে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই তথ্য জানান।
সোমবার বিসিসিআই। সূত্রে জানানো হয়েছে, সেপ্টেম্বরে দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে দেখা যাবে শামিকে। বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, ‘শামির অস্ত্রোপচার হয়েছে, সে ভারতে ফিরে এসেছে। বাংলাদেশের বিরুদ্ধে হোম সিরিজে শামির ফেরার সম্ভাবনা রয়েছে।’
ওডিআই বিশ্বকাপে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন মহম্মদ শামি। তারপর আর মাঠে নামেননি তিনি। শামি কিছুদিনের মধ্যেই জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাব শুরু করবেন।
এদিকে ঋষভ পন্থ চোট কাটিয়ে দ্রুত মাঠে ফিরবেন। তিনি নেটে ব্যাটিংও সারবেন। লোকেশ রাহুলও সুস্থ হয়ে উঠছেন। তাঁর আইপিএল খেলতে সমস্যা হবে না।