শেষ আপডেট: 5th March 2025 17:16
দ্য ওয়াল ব্যুরো: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইতিমধ্যে পা রেখেছে ভারতীয় ক্রিকেট দল। সেমিফাইনালে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে ভারত ৪ উইকেটে জয়লাভ করেছে। পাশাপাশি ভারতের হয়ে মহম্মদ সামি সর্বাধিক তিনটে উইকেট শিকার করেন।
কিন্তু, এই সাফল্যের পরও টিম ইন্ডিয়ার স্পিডস্টারকে নেটপাড়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে। প্রসঙ্গত, গত ১ মার্চ থেকে রমজান মাস শুরু হয়েছে। আর সেইসঙ্গে মুসলিম সম্প্রদায়ভুক্ত লোকজন প্রতিদিন রোজা রাখতে শুরু করেছেন। ইতিমধ্যে, মহম্মদ সামির জলপানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। আর সেকারণেই তোপের মুখে পড়েছেন ভারতের এই পেস তারকা।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রমজান মাসে সকালবেলা সেহরি দিয়ে শুরু হয়। আর সন্ধ্যার পর ইফতারের মাধ্যমে রোজা খোলা হয়ে। ইতিমধ্যে, সারাদিন আর কিছু খাওয়া যায়। যাকে বলে একেবারে নির্জলা উপবাস। মহম্মদ সামি টিম ইন্ডিয়ার প্রধান পেস বোলার। মঙ্গলবার (৪ মার্চ) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় তাঁকে এনার্জি ড্রিঙ্ক পান করতে দেখা গিয়েছিল। অর্থাৎ, তিনি যে রোজা রাখেননি, সেটা একেবারে স্পষ্ট হয়ে যায়। এই ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। একদল সমর্থক সামির দেশপ্রেমে মুগ্ধ হলেও একদল সমর্থক আবার ধর্মের মুখোশের আড়ালে সমালোচনা শুরু করেছেন।
একজন নেট নাগরিক লিখেছেন, 'হাসিম আমলার দুর্দান্ত ইনিংস থেকে কিছু শিক্ষা গ্রহণ করুন। রমজানের সময় উনি উপোস রেখেই অসাধারণ একটি ইনিংস উপহার দিয়েছেন। মহম্মদ সামির ক্রিকেট দুনিয়ায় সকলের উচিত আমলার দৃঢ়তা এবং আত্মবিশ্বাসকে অনুসরণ করা।'
Take a cue from Hashim Amla's remarkable inning, where he played this incredible knock while fasting during Ramadan. In the cricketing world of Mohammad Shami, aspire to emulate Amla's perseverance, discipline, and faith. pic.twitter.com/g8R7JG8bcc
— Kaaaaw (@iabrarsaleem) March 4, 2025
একজন তো আবার লিখেছেন, 'মহম্মদ সামি আপনি কেমন মুসলমান? সারাদিন উপোস করতে না পারলে, অন্তত রামদানকে সম্মান করুন।'
What kind of Muslim you are Mohammad Shami ,if you are not fasting at-least respect Ramdan.???????? pic.twitter.com/b9XLMtZPFS
— Abubakar Khan (@abubakarmemer) March 4, 2025
তবে একজন আবার লিখেছেন, 'আপনারা অনেকেই মহম্মদ সামিকে নিয়ে ঠাট্টা করছেন। তাঁর রোজা না রাখা নিয়ে সমালোচনা করছেন। আমি শুধুমাত্র একটাই কথা বলতে চাই, দুবাইয়ের গরমটা একবার অনুভব করে আসুন। তাহলেই গোটা ছবিটা একেবারে স্পষ্ট হয়ে যাবে।'
All those people who are trolling Mohammed Shami for not observing Roza, if they feel the heat of Dubai, then everything will become clear.
— mohd navi (@mohnavi2) March 5, 2025
Secondly, because Shami is travelling at this time, you should know very well what are the rules of travelling!@MdShami11 #INDvAUS pic.twitter.com/oQvG35WNQT
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহম্মদ সামি তিনটে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন। প্রথমে তিনি স্টিভ স্মিথকে আউট করেন। ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে দ্রুত ২০০ উইকেট তিনি শিকার করেছেন। পাশাপাশি এই ম্যাচে বরুণ চক্রবর্তী এবং রবীন্দ্র জাদেজা দুটো করে উইকেট শিকার করেছেন।