শেষ আপডেট: 10th March 2025 17:17
দ্য ওয়াল ব্যুরো: ফাইনাল হেরে পরাজয় মেনে নিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। হারের পেছনে কোনও অজুহাত খাড়া করলেন না। তবে ‘কারণ’ হিসেবে দাঁড় করালেন রোহিত শর্মাকে। সাফ জানালেন, রোহিতের দুর্দান্ত শুরুয়াত এবং তারপর ঠান্ডা মাথার ইনিংসের সুবাদে ম্যাচ থেকে বেরিয়ে যায় নিউজিল্যান্ড টিম।
স্যান্টনার বলেন, ‘আমার মতে, রোহিত শর্মার ইনিংসের কারণে জয় হাতছাড়া হয়েছে। ভারতীয় দল অবশ্যই দুবাইয়ের পরিবেশ-পরিস্থিতি ভালভাবে বুঝতে পেরেছিল। আর ওরা খুব ভাল ক্রিকেটও খেলেছে।‘
যদিও ভারতের কাছে হেরেও দলের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট গর্বিত কিউয়ি অধিনায়ক। বলেন, ‘আমরা ফাইনালে শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে খেলেছি। ম্যাচের বিভিন্ন সময় খেলার ধরন বদলাতে হয়েছে। যা দেখে আমি খুব খুশি। তবে এমন দু-একটা মুহূর্তও ছিল, যে কারণে ম্যাচ হাতের বাইরে ফস্কে যায়।‘
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল তাদের সমস্ত ম্যাচ দুবাইয়ের মাঠে খেলেছে। বাকি দলগুলিকে পাকিস্তানের তিনটি শহরে ঘুরেফিরে খেলতে হয়েছে। এই নিয়ে প্রাক্তন, বর্তমান মিলিয়ে অনেক ক্রিকেটার সরব হয়েছেন। স্যান্টনার ভারতের জয়কে মেনে নিলেও পাশাপাশি এও স্বীকার করেছেন যে, দুবাইয়ের পরিস্থিতির সঙ্গে পরিচিত হওয়ার সুবিধা নিয়েছে টিম ইন্ডিয়া। কিউয়ি অধিনায়ক জানান, সেমিফাইনাল লাহোরে আয়োজনের পর ফাইনাল দুবাইয়ের মাঠে খেলাটা চ্যালেঞ্জিং ছিল। কারণ দু’জায়গার পরিবেশ দু’রকমের। তাঁরা এই পরিবর্তনের জন্য প্রস্তুত ছিলেন। ভারতকে চাপেও ফেলেছিলেন। কিন্তু বেশ কিছু মুহূর্তের ভুলচুকের জেরে ফাইনাল হাত থেকে ফস্কে যায়।
ম্যাট হেনরি লড়াইয়ের আগে চোটের জন্য বাদ পড়েন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। নিয়েছেন ১০ উইকেট। তাই হেনরিকে ছাড়া মাঠে নামাটা বড় ধাক্কা ছিল। মত স্যান্টনারের। বলেন, ‘আমি ম্যাটির জন্য দুঃখিত। ও খুব বড় টিম প্লেয়ার। বাদ যাওয়ার পর খুবই ভেঙে পড়েছিল। ম্যাচের জন্য রেডি হতে চেয়ে সমস্ত রকম চেষ্টা চালিয়েছিল। কিন্তু নামতে পারেনি।‘