শেষ আপডেট: 9th December 2023 19:56
দ্য ওয়াল ব্যুরো: সিলেটে প্রথম টেস্ট ম্যাচ জিতে ইতিহাস তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু মিরপুরের 'চেনা' মাঠে ধরাশায়ী হল তারা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জয় অধরাই থেকে গেল ওপার বাংলার। তবে টেস্ট ম্যাচ জিতেও সন্তুষ্ট নন কিউয়ি অধিনায়ক টিম সাউদি। স্পষ্টই বলে দিলেন, এত বাজে উইকেটে তিনি কোনওদিন খেলেননি!
মিরপুরের উইকেট মানেই যত দ্রুত রান উঠবে, তত দ্রুত উইকেটও পড়ে। অনেক কম টেস্ট ম্যাচ আছে, যা নিষ্পত্তি হতে ৫ দিন লেগেছে। আড়াই-তিন দিনের মধ্যে ম্যাচ শেষ হয়ে যাওয়া মিরপুরের মাঠে নতুন ঘটনা নয়। সদ্য সমাপ্ত টেস্ট ম্যাচেও তার অন্যথা হল না। চার দিনেই শেষ হয়ে গেল ম্যাচ। চার উইকেটে জিতল নিউজিল্যান্ড।
ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এসে কিউয়ি অধিনায়ক জানান, 'আমার ক্যারিয়ারে দেখা হয়তো সবচেয়ে বাজে উইকেট। ব্যাট ও বলের মধ্যে ভারসাম্যের যে ব্যাপারটা, সেখানে বোলারদের পক্ষেই পাল্লা ভারী ছিল। পুরো ম্যাচে খেলা হয়েছে ১৭০ ওভারের মতো, এতেই বিষয়টি পরিষ্কার হয়।' শেষে এও বলেন, 'আমাদের জন্য এই জয়টা তৃপ্তির।'
মিরপুরের টেস্টে মোট ১৭৮.১ ওভার খেলা হয়েছে। এই ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে পেসাররা। চার ইনিংস মিলিয়ে মোট ৩৬টি উইকেট পড়েছে। তার মধ্যে পেসাররা পেয়েছেন মাত্র ৫টি উইকেট। বাকি ৩১ উইকেটই গেছে স্পিনারদের ঝুলিতে।
ম্যাচের চতুর্থ দিনে খেলা এমন জায়গায় এসে দাঁড়িয়েছিল, যেখানে বাংলাদেশের জিততে দরকার ছিল মাত্র ৪ উইকেট। সেখান থেকে গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনারের জুটিতে ম্যাচ বের করে দিয়েছে। ৭০ রানের জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ। এই ম্যাচ জিতলে প্রথম নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় হত তাদের।
এই প্রসঙ্গে সাউদি বলেন, মিরপুরের উইকেট খুবই কঠিন ছিল। এই উইকেটে রান করা চাপের ছিল। সেখানে এমন জুটির পারফরম্যান্স খুবই জরুরি। সেটাই দিনের শেষে করে দেখিয়েছেন গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার।