
বান্ধবীর সঙ্গে মারামারি, বিসিসিআই চুক্তি বাতিল করতে পারে ক্লার্কের
দ্য ওয়াল ব্যুরো: জোর বিতর্কে মাইকেল ক্লার্ক (Michael Clarke)। এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সঙ্গে তাঁর বান্ধবী জেড ইয়ার বোর্ডের মারামারি হয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে আগামী সিরিজে ধারাভাষ্য দেওয়ার কাজ ছিল ক্লার্কের। কিন্তু সাম্প্রতিক ঘটনায় ক্লার্কের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) চুক্তি বাতিল করতে পারে। এই সিরিজে ধারাভাষ্য দিলে ক্লার্ক পেতেন ৮২ লাখ টাকা। চুক্তি বাতিল হলে এই টাকা লোকসান হয়ে যাবে।
ক্লার্কের সঙ্গে বহুদিন ধরেই সমস্যা চলছে বান্ধবীর। গত ১০ জানুয়ারি বান্ধবীর সঙ্গে কথা কাটাকাটি থেকে মারপিট হয় ক্লার্কের। ভিডিওতে দেখা গিয়েছে বান্ধবীই শুরু থেকে মারতে থাকেন ক্লার্ককে। তারপর সহ্য করতে না পেরে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক পাল্টা মারতে থাকেন ইয়ার ব্রোকে। বর্তমান এই বান্ধবীর রাগ ক্লার্ক পুরনো বান্ধবী পিপ এডওয়ার্ডের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন। এই নিয়ে সন্দেহ করছিলেন বর্তমান বান্ধবী।
২০১৫ সালে ক্লার্কের নেতৃত্বে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছিল। খেলা থেকে অবসরের পরে ক্লার্ক ধারাভাষ্য দেওয়ার কাজও দারুণ সামলাচ্ছেন। ম্যাথু হেডেনের সঙ্গে তাঁর এবার ধারাভাষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু এই ঘটনায় তিনি সমস্যায় পড়ে গেলেন।
কুস্তিগিরদের সমর্থনে ঊষাদের সাত সদস্যের কমিটিতে বাংলার দোলা, আসরে ফুটবলের কল্যাণও