Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
প্রেমিকের সঙ্গে মিলে হবু বরকে খুন করেন তরুণী! 'ভুল' সংশোধনে আশার আলো দেখাল সুপ্রিম কোর্টছোট পর্দায় ফিরছেন সন্দীপ্তা, এবার হিন্দি সিরিয়ালের নায়িকা রূপে নিজেকে প্রমাণ করবেন 'দুর্গা' পণের জন্য মারধর, শ্বশুরের যৌন হেনস্থায় সায় ছিল স্বামীর! শেষমেশ মেয়েকে নিয়ে আত্মঘাতী বধূ'মমতার মতো প্রধানমন্ত্রী পার্টি আর সরকারি সভাকে গুলিয়ে ফেলেন না', খোঁচা দিলীপেরআত্মহত্যার হুমকি দিয়েছিলেন আগেই! ওড়িশায় ছাত্রী-মৃত্যুতে 'প্রাতিষ্ঠানিক হত্যা' বলছেন বিরোধীরা খেজুরির মেলায় দু'জনের মৃত্যুতে রাজনৈতিক তরজা, দ্বিতীয়বার ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে পরিবারভারতে ঢুকল টেসলা, এসইউভি ওয়াই মডেল দিয়ে শুরু, দামের পুরো তালিকা দিল মাস্কের কোম্পানিমৃত্যু হয়েছিল অন্তত ১০ বছর আগে! হায়দরাবাদের কঙ্কাল কাণ্ডে মোড় ঘোরাল পুরনো ফোন, বাতিল নোটভারতে 'এন্ট্রি' নিল টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম খুলল ইলন মাস্কের কোম্পানিক্যালিফোর্নিয়ার রাস্তায় 'মানুষের চামড়ার' টেডি বিয়ার! তদন্তে যা জানা গেল
Mexico Vs Ecuador Copa America

মেক্সিকোর বিদায়, কোয়ার্টার ফাইনালে মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে ইকুয়েডর

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে যেতে হলে জিততেই হতো মেক্সিকোকে। কিন্তু শেষমেশ ইকুয়েডরকে হারাতে পারল না তারা।

মেক্সিকোর বিদায়, কোয়ার্টার ফাইনালে মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে ইকুয়েডর

গোলের সুযোগ হারিয়ে হতাশ মেক্সিকোর তারকা।

শেষ আপডেট: 1 July 2024 14:11

দ্য ওয়াল ব্যুরো: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে যেতে হলে জিততেই হতো মেক্সিকোকে। কিন্তু শেষমেশ ইকুয়েডরকে হারাতে পারল না তারা। গোলশূন্য ড্র-তে ম্যাচ শেষ হয়েছে। এতে মেক্সিকোর কাছ থেকে এক পয়েন্ট আদায় করে মোট ৪ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে গেল ইকুয়েডর। অপরদিকে, সমান ৪ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে বিদায় নিল মেক্সিকো।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ভেনিজুয়েলা মুখোমুখি হবে কানাডার।

ইকুয়েডরের বিপক্ষে এখন পর্যন্ত ৩৯টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যেখানে জয় রয়েছে ২৪টি ম্যাচে এবং হেরেছে মাত্র ৫টি ম্যচে। ২০১৫ সালে শেষ সাক্ষাৎকারে ০-২ ব্যবধানে মেসিরা হেরেছিল তাদের কাছে। সেই কারণেই অঘটন আজও ঘটতে পারে। সতর্ক হয়ে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

আমেরিকার আরিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে বল দখলে এগিয়ে ছিল মেক্সিকোই। ম্যাচের প্রায় ৬০ শতাংশ দখল রেখেছিল উত্তর আমেরিকার দেশটি। গোলের সুযোগের দিক থেকেও তারা এগিয়ে ছিল।

মেক্সিকোর বারবার আক্রমণ রুখে দিয়েছে ইকুয়েডরের ডিফেন্ডাররা। ম্যাচের শেষ মুহূর্তে একটি পেনাল্টি পেয়েছিল মেক্সিকো। কিন্তু ভিএআর চেক করে সেই ফাউল না হওয়ার সিদ্ধান্ত দেন রেফারি। ফলে পেনাল্টি বাতিল হয়ে যায়।

ওই আক্রমণের পরেই আরও একটি সুযোগ পেয়েছিল মেক্সিকো। গুইলারমো মার্টিনেজের বাঁ-পায়ের শট রুখে দেন ইকুয়েডরের ডিফেন্ডাররা। শেষমেশ গোলশূন্য ড্র করে কোপা থেকে বিদায় নিল নামী দলটি।


ভিডিও স্টোরি