দ্য ওয়াল ব্যুরো: জয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন, পেলেন না। খেলা শেষে সেই মাথা নিচু করে মাঠ ছাড়লেন লিওনেল মেসি। যিনি বলেছিলেন, দেশের হয়ে বড় সাফল্য না পাওয়া পর্যন্ত স্বস্তি নেই।
প্রথমার্ধে নিজের ট্রেডমার্ক ফ্রি-কিক থেকে দলকে এগিয়ে দিয়েছিলেন মেসি। সেইসময় দলও ভাল খেলছিল। নিজেদের মধ্যে অনেক পাস খেলে বিপক্ষ শিবিরে হানা দিয়েছেন মেসির সতীর্থরা। কিন্তু প্রতিপদে এটাই মনে হয়েছে এই দলে মেসি ছাড়া গোলের লোক নেই। দলে অনভিজ্ঞদের ভিড়, সবাই মেসির দিকে চেয়ে রয়েছেন তিনি কখন ম্যাজিক দেখান।
ম্যাচ শেষেও দলের দুর্বলতা চোখে পড়েছে মেসির। বল নিয়ন্ত্রণে নিজেদের অক্ষমতার পাশাপাশি ড্রয়ের পেছনে আরও কিছু কারণ বের হয়ে এসেছে মেসির কাছে, ‘‘ম্যাচটা বেশ কঠিন ছিল। আমরা ভালভাবে খেলতে পারিনি, বলের নিয়ন্ত্রণ ঠিকমতো রাখতে পারিনি, দ্রুতগতিতে খেলতে পারিনি। ওই পেনাল্টিই ম্যাচ বদলে দিয়েছিল।’’
কিন্তু তা সত্ত্বেও আশা হারাচ্ছেন না আর্জেন্টিনার অধিনায়ক। সামনের দিকে দৃষ্টি তাঁর। আগামী ম্যাচে এই ম্যাচের ভুলগুলো শুধরে আবারও এগিয়ে যেতে চান, ‘‘আমরা জিতে টুর্নামেন্ট শুরু করতে চেয়েছিলাম। আমাদের সামনে এখন উরুগুয়ে আছে, যে ম্যাচটিও যথেষ্ট কঠিন। কিন্তু আমাদের অবশ্যই পরের ম্যাচ নিয়ে চিন্তা করতে হবে এখন।’’
আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও মেসির সুরেই বলেছেন, ‘‘দলে অনেক উন্নতি দরকার। চিলির গোলের পথে প্রথমে পেনাল্টি আটকাতে পারলেও পরে ফিরতি শটে গোল খাওয়া এই গোলকিপার অবশ্য নিজেদের সামর্থ্য নিয়ে আশাবাদী। জানিয়েছেন, ‘‘দলটিকে আরও সংঘবদ্ধ হতে হবে। আমরা বেশি কিছু সুযোগ সৃষ্টি করেছি যা বেশ ভাল ছিল। আমরা হতাশ ঠিকই, তবে ভাল খেলার বিষয়ে দৃঢ় সংকল্পও।’’