Latest News

ইস্টবেঙ্গলে নাটক চলছেই, রিলায়েন্সের সঙ্গে বৈঠকও নিষ্ফলা, ভেস্তে গেল কর্মসমিতির সভা

দ্য ওয়াল ব্যুরো: ময়দানে শুক্রবার ‘চিনের প্রাচীর’ গোষ্ঠ পালের জন্মবার্ষিকী অনুষ্ঠানে আশার আলো দেখিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানিয়েছেন, দ্রুত ইস্টবেঙ্গলের চুক্তি জটের সমাধান হয়ে যাবে। আবার সবকিছুই আগের মতো হবে। মুখ্যমন্ত্রীই যে সেই সমাধানের পথ দেখাবেন, সেই বিষয়েও নিশ্চিত মন্ত্রী।

তার মধ্যেই ইস্টবেঙ্গলের শুক্রবারের কর্মসমিতির বৈঠক বাতিল হয়ে গিয়েছে শেষপর্যন্ত। এদিন ভাবনা ছিল মধ্যস্থতাকারী রিলায়েন্স কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পরে কর্মসমিতির বৈঠক হবে। কিন্তু বৈঠকে সেরকম কোনও সমাধানের পথ না বেরনোয় কর্তারা সভা বাতিল করে দিয়েছেন।

আইএসএলের আয়োজক এফএসডিএল-র কর্তারাই এদিন চার ঘন্টার বৈঠক করেন কর্তাদের সঙ্গে। বারবার চুক্তির নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই সমঝোতা করে নিতে বলছেন রিলায়েন্স প্রতিনিধি। সেটি মানতে পারেননি কর্তারা।

শেষমেশ ক্লাবের তরফ থেকে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়, মধ্যস্থতাকারীদের সঙ্গে যে আলোচনা হয়েছে, তা ক্লাবের কর্মসমিতির সদস্যদের সঙ্গে কথা বলে পরে জানানো হবে। শুক্রবার দুপুরে বৈঠকে বসেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিরা। দীর্ঘ ৪ ঘণ্টা বৈঠক শেষ পর্যন্ত নিষ্ফলা।

এমনকি এও বলা হয়েছে, মধ্যস্থতাকারী রিলায়েন্সের যাবতীয় শর্ত জানানো হবে ইনভেস্টর শ্রী সিমেন্টকে। তারা তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নেবে, তবে শোনা যাচ্ছে, রাজ্যের তরফে এবার আসরে নামবেন মুখ্যমন্ত্রী। তিনি লাল হলুদ কর্তাদের সঙ্গে দ্রুত বৈঠকে বসতে পারেন, মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই বিনিয়োগকারী সংস্থার তরফে বলে দেওয়া হয়েছে, আর কোনওভাবেই চুক্তির সংশোধনী করা হবে না। যা টার্মশিট ক্লাবে পাঠানো হয়েছে, তাতেই সই করতে হবে।

 

You might also like