Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বেনজির: সুইস ব্যাঙ্কে গত বছরে বাংলাদেশিদের জমার অঙ্ক ৩৩ গুণ বেড়েছে, কারা রাখল এত টাকাবৃষ্টির ইনিংস জারি থাকবে রাজ্যে, আগামী ক'দিন ভিজবে এই জেলাগুলিস্পার্ম ডোনেশনে ১০০ সন্তানের জন্ম! সম্পত্তি ভাগের পরিকল্পনা টেলিগ্রাম প্রতিষ্ঠাতারউড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতে
Barcelona vs Real Madrid

Barcelona vs Real Madrid: কাজে এল না এমবাপের হ্যাটট্রিক, ফের 'এল ক্লাসিকো' জিতল বার্সেলোনা, হাতের মুঠোয় লা লিগা

 গতকাল ঘরের মাঠে সর্বশেষ ব্যবধানে (৪-৩) এমবাপেদের (Kylian Mbappé) পরাজিত করে লা লিগা (La Liga) জয়ের দৌড়ে বেশ কয়েক কদম এগিয়ে গেল হান্সি ফ্লিকের (Hansi Flick) টিম।

Barcelona vs Real Madrid: কাজে এল না এমবাপের হ্যাটট্রিক, ফের 'এল ক্লাসিকো' জিতল বার্সেলোনা, হাতের মুঠোয় লা লিগা

বার্সেলোনা

শেষ আপডেট: 12 May 2025 10:10

দ্য ওয়াল ব্যুরো: ০-৪, ২-৫, ৩-২, ৪-৩। একই সিজনে চার-চারটি এল ক্লাসিকোর (El Classico) স্কোরলাইন। আর এই ফলাফলেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে (Real Madrid) পরাস্ত করেছে বার্সেলোনা (Barcelona)। গতকাল ঘরের মাঠে সর্বশেষ ব্যবধানে (৪-৩) এমবাপেদের (Kylian Mbappé) পরাজিত করে লা লিগা (La Liga) জয়ের দৌড়ে বেশ কয়েক কদম এগিয়ে গেল হান্সি ফ্লিকের (Hansi Flick) টিম।

শুরুটা হয়েছিল হুবহু ইন্টার মিলান ম্যাচের (Barcelona vs Inter Milan) মতো। ম্যাচের শুরুতেই গোল খাওয়া। তাও একটা নয়, পরপর দুটো। সেই রক্ষণের ভুল। সেই ডিফেন্সিভ হাই লাইনের ফাঁক। যার নিট ফল কিলিয়ান এমবাপে ২-০ বার্সেলোনা। প্রথমার্ধের ১৪ মিনিটের মাথায় মনে হচ্ছিল ফ্লিক আজ ফের স্বখাত সলিলে ফের ডুবতে চলেছেন।

কিন্তু কেন তিনি বড় কোচ, কেন বার্সেলোনা এই সিজনে নিশ্ছিদ্র না হলেও দুরন্ত ফুটবল খেলছে তার প্রমাণ পরের পনেরো মিনিট! এই পনেরো মিনিটেই গোটা খেলা উলোটপালোট হয়ে গেল। মাত্র কিছু সময়ের ব্যবধানে তিনটি গোল করলেন এরিক গার্সিয়া, লামিন ইয়ামাল ও রাফিনহা। এই তিন গোলের সময় যথাক্রমে ১৯ মিনিট, ৩২ মিনিট ও ৩৪ মিনিট। ২-০-তে পিছিয়ে পড়া বার্সা এগিয়ে গেল ৩-২ ব্যবধানে!

যদিও আচমকা কাউন্টার অ্যাটাকে গোলের রাস্তা খুলতে চাইছিল রিয়াল। ৪৩ মিনিটের মাথায় তারা পেনাল্টিও পায়। কিন্তু বিল্ড আপে অফসাইডের জেরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভার) তা বাতিল করে দেন। আর এরই ফায়দা নেয় বার্সেলোনা। কালপ্রিট রিয়াল অধিনায়ক লুকাস ভাসকুয়েজ। তাঁর ভুল করে বাড়ানো বল রাফিনহার পায়ে যেতে দলের চার ও নিজের দু'নম্বর গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে মনে করা হচ্ছিল কার্লো অ্যান্সেলোত্তির বাহিনী কামব্যাক করবে৷ কিন্তু তেমনটা হয়নি। উল্টে দুর্দান্ত সেভ করে দলকে লড়াইয়ে রাখেন রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়া। ৭০ মিনিটে দ্রুত কাউন্টার অ্যাটাকে করা গোলে নিজের হ্যাটট্রিক সেরে ফেললেও দলের হার বাঁচাতে ব্যর্থ হন এমবাপে।

এই জয়ের সুবাদে বার্সেলোনা ক্লাবের ইতিহাসে ২৮তম লা লিগা দখলে আনা প্রায় নিশ্চিত করে ফেলল৷ রিয়ালের চেয়ে আপাতত ৭ পয়েন্টে এগিয়ে তারা। বাকি মাত্র ৩টি ম্যাচ। অর্থাৎ, আর একটি লড়াই জিতলে অথবা রিয়াল তাদের পরের খেলা (মালোর্কার বিরুদ্ধে) জিততে ব্যর্থ হলে ট্রফি এবার বার্সার ক্যাবিনেটে ঢুকবে।


ভিডিও স্টোরি