ভিলা বনাম লিভারপুল ও মাদ্রিদ বনাম সিটি
শেষ আপডেট: 20th February 2025 11:36
দ্য ওয়াল ব্যুরো: গত পরশু প্রি-ম্যাচ কনফারেন্সে পেপ গোয়ার্দিওলা বলেছেলেন, ঘরের মাঠে প্রথম লেগে পিছিয়ে থাকার কারণে তাঁর দল ম্যাঞ্চেস্টার সিটি সান্তিয়াগো বের্নাবিউতে গিয়ে রিয়াল মাদ্রিদকে হারাবে, এমন সম্ভাবনা খুব কম। পালটা প্রশ্ন ধেয়ে আসে—তাও কত শতাংশ সুযোগ রয়েছে বলে আপনি মনে করেন? জবাবে পেপ জানিয়েছিলেন—‘এক শতাংশ’।
সেই এককে একা হাতে শূন্যে নামিয়ে আনলেন কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে শুধু ম্যাচের না, গোটা টাইয়ের ভবিতব্য নির্ধারিত করে দিলেন তিনি। চার মিনিটের মাথায় গোলকিপার এডারসনকে লবে বোকা বানিয়ে প্রথম গোল। ৩৩ মিনিটে দুর্বল বাঁ-পায়ে দূরপাল্লার জোরালো শটে এল দ্বিতীয় গোল। তারপর ৬১ তম মিনিটে হ্যাটট্রিক। ম্যাচের একদম অন্তিম মুহুর্তে ম্যান সিটির নিকো গঞ্জালেস একটি গোল শোধ করলেও দুই লেগ মিলিয়ে ৬-৩-এর গড় হিসেবে পরের রাউন্ডে চলে গেল রেকর্ড সংখ্যক ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। যেখানে হয় বায়ার্ন লেভারকুসেন অথবা অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হতে হবে তাদের।
মাদ্রিদের কেরিয়ার সমর্থকদের প্রত্যাশামাফিক শুরু করতে পারেননি এমবাপে। কিন্তু ধীরে ধীরে ছন্দে ফিরে তিনি প্রমাণ করে দিচ্ছেন কেন মেসি-রোনাল্ডো-উত্তর যুগে তাঁকে অন্যতম সুপারস্টার বলে মনে করা হয়। গতকালের হ্যাটট্রিকের সুবাদে শেষ ১৮ মাচে ১৮ গোল করে ফেললেন ফরাসি ফুটবল তারকা। নিজের কেরিয়ারে এই প্রথম কোনও দলের কুর্সিতে বসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠতে ব্যর্থ হলেন পেপ গোয়ার্দিওলা। অন্যদিকে ১৬তম খেতাবের লক্ষ্যে নামা রিয়ালের তুরুপের তাস এমবাপে ইংল্যান্ডের তারকাখচিত টিমের বিদায়ঘণ্টা বাজিয়ে ঘোষণা করে দিলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল থাকবে না, এটা ভাবাই যায় না! কাকে প্রতিপক্ষ হিসেবে দেখতে চাই? এটা বলা মুশকিল। তবে অ্যাটলেটিকো সামনে পড়লে খুশি হব। কারণ তাহলে অ্যাওয়ে লেগ খেলতে জার্মানি ছুটতে হবে না!’ অন্যদিকে চলতি মরশুমে ১৩তম হারের মুখ দেখা পেপ গোয়ার্দিওলাও ম্যাচের পর স্বীকার করে নিয়েছেন, কার্লো অ্যান্সেলোত্তির টিম যোগ্য দল হিসেবেই বিজয়ী হয়েছে।
একদিকে চ্যাম্পিয়ন্স লিগে যখন ছুটি হল ম্যাচ সিটির, তখন প্রিমিয়ার লিগে ফের হোঁচট খেল লিভারপুল। কয়েক দিন আগেই এভার্টনের কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে ২-২ স্কোরলাইনে ম্যাচ ড্র করে আর্নে স্লটের টিম। গতকালও যেন তারই পুনরাবৃত্তি হল। এবার অবশ্য এগিয়ে থেকে পয়েন্ট খোয়াইনি তারা, পিছিয়ে থেকে সমতা ফিরিয়েছেন মহম্মদ সালাহরা। লিভারপুলের হয়ে দুটি গোল করেন আলেকজান্ডার আর্নল্ড এবং সালাহ। আর অ্যাস্টন ভিলার গোলদাতা ইউরি টিলাম্যান্স ও অলি ওয়াটকিন্স।
ফের দু’পয়েন্ট হারিয়ে প্রিমিয়ার লিগ জেতার দরজা আর্সেনালের সামনে হাট করে খুলে দিল লিভারপুল। আগামি সোমবার ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টকে হারাতে পারলে মিকেল আর্টেটার টিম ব্যাবধান কমিয়ে আনবে ৫ পয়েন্টে।