
অবসরের প্রসঙ্গ ওড়ালেন, ‘চক্রান্ত করে আমাকে হারানো হয়েছে’, দেশে ফিরে বললেন মেরি
দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিকে হার কিছুতেই মানতে পারছেন না মেরি কম। কিংবদন্তি বক্সার খেলা শেষেই বলেছিলেন, তিনি হারতে পারেন না, তাঁকে জোর করে হারানো হয়েছে। আবারও শনিবারও তিনি রাতে দিল্লিতে নেমে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমি টোকিতে চক্রান্তের শিকার।
কলম্বিয়ার বক্সারের বিপক্ষে তিনি যে ভাল লড়াই করেছেন, এবং জেতার মতোই তাঁর পারফরম্যান্স ছিল, সেই কথা জানান মেরি। তাঁর বক্তব্য, ‘‘আমি তো ভেবেছিলাম বাউটে আমি জিতেছি, তারপর দেখি আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা ঠিক নয়।’’ তিনি এও জানান, আরও দুই বছর তিনি খেলা চালিয়ে যেতে চান, এখনই অবসর প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন ম্যাগনিফিসেন্ট মেরি।
তিনি ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন, একবারের অলিম্পিক ব্রোঞ্জপদক জয়ী বক্সার। তিনি বলেছেন, ‘‘আমি তো প্রথম রাউন্ড জিতলাম, তারপর দেখলাম আমাকে এক অফিসিয়াল এসে জানান, আমি নিজের জার্সি পরতে পারব না, এ আবার কেমন কথা? এগুলিই তো আমার মনোসংযোগ নষ্ট করার কৌশল।’’
তিনি আরও বলেছেন, ‘‘সব থেকে বড় বিষয়, খেলার আগেই তো ওরা আমার ব্যাগপত্তর দেখে নিতে পারত, তা তো করেনি, তা হলে মাঝপথে এসে কেন এমন বলল? কই অন্য কোনও দেশের বক্সারকে এমন বলে না?’’
কিংবদন্তি বক্সার যে এবার পদকের স্বপ্ন দেখেছিলেন, আর সেটি প্রবলভাবে, তা কথাতেই ধরা পড়ে গিয়েছে। আমি খুব চেয়েছিলাম এখান থেকে পদক নিয়ে ফিরব, সেটি হল না, খারাপ তো লাগবেই। তবে এও জানিয়ে রাখি, আরও দুইবছর আমি খেলতে চাই, তারপর অবসর নেব। মেরির বয়স ৩৮, আরও দু’বছর মানে ৪০ হবে। প্যারিস অলিম্পিকে তিনি যে নেই, সেটি ভালই বোঝা যাচ্ছে।