মার্কাস স্তোইনিস চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ জয়ের পরে।
শেষ আপডেট: 24 April 2024 12:35
দ্য ওয়াল ব্যুরো: এমন ইনিংস ঘিরে আইপিএল আঙিনায় আলোচনা শুরু হয়ে গিয়েছে। বলা হচ্ছে, রান তাড়া করে মার্কাস স্তোইনিসের এই বিধ্বংসী ইনিংস বাকিদের কাছে মডেল হয়ে থাকবে। কীভাবে একটা অসম্ভব রানকে তাড়া করতে হয়, তার একটা রূপরেখা দেখিয়েছে মার্কাস।
৩৪ বছর বয়সি এই অস্ট্রেলীয় ক্রিকেটারকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন নির্বাচকরা। ক্রিকেট অস্ট্রেলিয়া মার্কাসকে বোর্ডের চুক্তি থেকে সরিয়ে দিয়েছিল। তিনি ছিলেন এ গ্রেডে, সেই স্থান থেকে গ্রেডেশন থেকে সরিয়ে দেয়।
আইপিএলকেই মঞ্চ খুঁজছিলেন জবাব দেওয়ার। সেটি তিনি পেয়ে গেলেন চেন্নাই সুপার কিংস ম্যাচে। ৬৩ বলে ১২৪ রান করে তিনি সবাইকে চমকে দিয়েছেন। ইনিংসে রয়েছে ১৩টি চার ও ছয়টি ওভার বাউন্ডারি। একটা সময় ম্যাচে ৪২ বলে ৯৮ রান দরকার ছিল, সেই অবস্থা থেকে প্রথমে নিকোলাস পুরান এবং পরে দীপক হুদার সঙ্গে জুটি গড়ে তিনি লখনউকে সুপার জয় এনে দিয়েছেন।
মার্কাস নিয়ে বলা হচ্ছে, তিনি যেভাবে দলকে জয় এনে দিলেন, তাতে তিনি কঠিন স্নায়ুর অধিকারী। এমনিতেই অস্ট্রেলীয়রা রান তাড়া করাতে সিদ্ধহস্ত। কিন্তু মার্কাসের এমন ইনিংস দেখার পরে আইপিএলে খেলা বাকি বিদেশিরাও উদীপ্ত। সবাই মনে করছেন, মার্কাস পারলে আমরা নয় কেন!
যিনি জাতীয় চুক্তি থেকে বাতিল হওয়ার পরে এক বার্তায় বলেছিলেন, আমাকে বোর্ডের চুক্তিতে না রেখে ভালই করা হয়েছে। কারণ দেশের জুনিয়ররাও সমানভাবে উঠে আসছে। তাদেরও তো জায়গা ছাড়তে হবে! এই যাঁর মানসিকতা, তিনিও সমানভাবে এখন চাইছেন অস্ট্রেলিয়ার জার্সিতে টি ২০ বিশ্বকাপ খেলতে।
একটা ইনিংস তাঁকে অক্সিজেন দিয়েছে। তিনি মনে করছেন, টি ২০ বিশ্বকাপে দেশের নির্বাচকরা তাঁর কথা ভাবতে বাধ্য হবেন। শুধু টি ২০ বিশ্বকাপ নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে ওয়ান ডে বিশ্বকাপেও হলুদ জার্সি পরে মাঠে নেমে পারফরম্যান্স করতে চান।